অনলাইন ডেস্ক
গতকাল বৃহস্পতিবার (১১ আগস্ট) স্থানীয় সময় রাত ৮ টায় সস্ত্রীক ব্যাংককে পৌঁছেন গোতাবায়া। এর ৪০ মিনিট পর তাদেরকে বিমানবন্দর থেকে বেরিয়ে যেতে দেখা যায়।
তবে সাময়িক সময়ের জন্য গোতাবায়া ব্যাংককে অবস্থান করবেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
গত বুধবার থাইল্যান্ডের তথ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, গোতাবায়াকে আশ্রয় দেওয়ার জন্য শ্রীলঙ্কার বর্তমান সরকারের পক্ষ থেকে তারা অনুরোধ পেয়েছেন। শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের মধ্যে দীর্ঘ দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। গোতাবায়ার কূটনৈতিক পাসপোর্ট রয়েছে। একারণে ভিসা ছাড়াই ৯০ দিন থাইল্যান্ডে অবস্থান করতে পারবেন গোতাবায়া। গোতাবায়া রাজনৈতিক শরণার্থী হিসেবেও আশ্রয় চাননি।
এছাড়া, গত বুধবার থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রযুত চান-ও-চা বলেন, গোতাবায়াকে মানবিক কারণে আশ্রয় দেওয়া হচ্ছে। আর ব্যাংককে অবস্থানকালীন গোতাবায়া কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত করবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছেন।
শ্রীলঙ্কার জনগণের তীব্র বিক্ষোভের মুখে গত ১৪ জুলাই দেশত্যাগ করেন গোতাবায়া। পরে সিঙ্গাপুরে তাকে ১৪ দিনের শট-টার্ম ভ্রমণ ভিসা দেওয়া হয়। এর পরে ভিসার মেয়াদ আরও বৃদ্ধি করা হয়।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা