অনলাইন ডেস্ক
ঢাকায় দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ আন্তর্জাতিক প্রীতি ফুটবল খেলায় আজ মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ ও সিঙ্গাপুর নারী দল। প্রথম ম্যাচ জেতায় মানসিকভাবে চাঙ্গা রয়েছেন বাংলাদেশ দলের খেলোয়াড়রা।
আজ (৪ ডিসেম্বর) বিকেল তিনটায় কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে ।
প্রথম ম্যাচে সাবিনা-তহুরাদের কাছে পাত্তাই পায়নি সিঙ্গাপুরের মেয়েরা। ৩-০ গোলে জয়ে ফুরফুরে মেজাজে সাইফুল বারী টিটুর শিষ্যরা। এ ম্যাচে জয়ের মধ্য দিয়ে ২-০ সিরিজ জিততে চায় বাংলাদেশ। অন্যদিকে শেষ ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় সিঙ্গাপুরের মেয়েরা।
এই ম্যাচে ড্র করলেও সিরিজ জিতবে বাংলাদেশ। অন্যদিকে, সিঙ্গাপুর নারী দলের লক্ষ্য জয় নিয়ে সিরিজে সমতা আনা।
আরোও পড়তে পারেন : পাঁচ মাস পর কুয়েটে ক্লাস শুরু