অনলাইন ডেস্ক
তবে তার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন মুগদা জেনারেল হাসপাতালের কোভিড-১৯ চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মনিলাল আইচ।
বৃহস্পতিবার দুপুরে অধ্যাপক মুনতাসীর মামুনকে সিএমএইচে নেওয়া হয়। গত ৩ মে থেকে তিনি মুগদার হাসপাতালে ছিলেন।
ডা. মনিলাল বলেন, “অধ্যাপক মুনতাসীর মামুনের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি অক্সিজেন সাপোর্ট ছাড়াই এখন শ্বাস নিতে পারছেন।
“তবে তার উন্নত চিকিৎসার কথা বিবেচনা করেই সিএমইচে পাঠানোর কথা প্রধানমন্ত্রীকে জানিয়েছিলাম। তিনি অনুমোদন দেওয়ায় তাকে সেখানে ট্রান্সফার করা হয়েছে।”
কোভিড-১৯ রোগী অধ্যাপক মুনতাসীর মামুনের চিকিৎসায় মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের ৬ জন চিকিৎসকের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল।
গত ৩ মে রাতে অধ্যাপক মুনতাসীর মামুন মুগদার হাসপাতালে ভর্তি হন। পরদিন তার কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার কথা জানান চিকিৎসকরা।
৬৯ বছর বয়সী মুনতাসীর মামুনের হৃদযন্ত্রের জটিলতার পাশাপাশি শ্বাসকষ্টেরও সমস্যা রয়েছে বলে জানান ডা. মনিলাল।
গত ১৮ এপ্রিল মা জাহানারা খান কোভিড-১৯ আক্রান্ত হলে তাকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করতে গিয়েছিলেন মুনতাসীর মামুন। সে থেকেই তিনি সংক্রমিত হতে পারেন বলে ধারণা করছেন পরিবারের সদস্যরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক মুনতাসীর মামুন একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির সহ-সভাপতি।
তিনি জাতীয় জাদুঘরের ট্রাস্টি বোর্ড এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও জাতীয় আর্কাইভসের পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন। ঢাকা নগর জাদুঘরের অন্যতম প্রতিষ্ঠাতা তিনি। তিনি বাংলা একাডেমির একজন ফেলো।
ঢাকার ইতিহাস চর্চার জন্য মুনতাসীর মামুন প্রতিষ্ঠা করেছেন সেন্টার ফর ঢাকা স্টাডিজ (ঢাকা চর্চা কেন্দ্র)।
fblsk
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা