অনলাইন ডেস্ক
দক্ষিণ কেরানীগঞ্জ থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে কেন্দ্রীয় কারাগারের সামনে থানা পুলিশের একটি দল টহল দিচ্ছিল। এ সময় ৬ কিশোর ঘোরাফেরা করছিল। তাদের শরীর রক্তমাখা ছিল। এতে পুলিশের সন্দেহ হলে ৬ কিশোরকে আটক করে তারা।
প্রাথমিক জিঙ্গাসাবাদে তারা পুলিশের কাছে জানায়, ইয়াসিন আরাফাত সায়েম নামে এক কিশোরের সাথে তাদের মারামারি হয়। পরে সায়েম মারা যায় শুনে কিশোররা মাওয়া হয়ে শরিয়তপুরের দিকে পালিয়ে যাচ্ছিল। এ ব্যাপারে কদমতলী থানায় খবর নিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে তাদেরকে আটক করা হয়।
আটকৃতরা হলো তানজিল শেখ, মো. শাহরিয়ার ইসলাম শুভ, মো. শাহরিয়ার নাফিজ জয়, মো. হাবিবুর রহমান, মো. বাবুল হোসেন টুটুল ও মো. মাহমুদ।
নিহত ইয়াসিন আরাফাত সায়েম কদমতলী থানার আল-ইসলামিয়া মসজিদ এর পাশে বাপ্পীদের বাড়ির ভাড়াটিয়া ও বেগমগঞ্জ থানার নোয়াখালী জেলার ১২নং কুতুবপুর গ্রামের আব্দুল আলীর ছেলে।
এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, কদমতলী থানা এলাকায় এক কিশোর খুনের ঘটনার সাথে জড়িত ৬ কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে। আটককৃতদের শুক্রবার কদমতলী থানায় হস্তান্তর করা হয়েছে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা