অনলাইন ডেস্ক
বুধবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে তিনি রাজধানীর নয়া পল্টনের অফিসে আসেন।এসময় তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম। এর আগে সর্বশেষ গত ১৬ মার্চ দলীয় কার্যালয়ে বসেছিলেন তিনি।
করোনা আক্রান্ত হওয়ার পর তার অক্সিজেন সেচুরেশন কমে যাওয়ায় এবং ফুসফুস মারাত্মকভাবে আক্রান্ত হওয়ায় তাকে আইসিইউতে চিকিৎসা নিতে হয়। এরপর করোনা মুক্ত হয়ে প্রায় দুই মাস পর হাসপাতাল থেকে গত ৯ মে বাসায় ফিরেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।
রুহুল কবির রিজভী বলেন, দীর্ঘদিন পর দাপ্তরিক কাজ শুরু করলাম। এখন থেকে নিয়মিত অফিসের কাজ করবো।
ময়মনিসংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে দপ্তরের যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেটা কী আজ থেকে শেষ হলো? এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, সিড়ি দিয়ে উঠতে আমার একটু সমস্যা হয়। সেজন্য তাকে বলেছি আরও ২-৩দিন কাজ চালিয়ে যেতে। তবে শারিরীকভাবে সুস্থ আছি।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা