‘৯ম সার্ক চলচ্চিত্র উৎসব’-এ দুটি পুরস্কার অর্জন করেছে ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘ফাগুন হাওয়ায়’। ছবিটি পরিচালনা করেছেন তৌকীর আহমেদ। পুরস্কার দুটির মধ্যে একটি পেয়েছেন শ্রেষ্ঠ চিত্রগ্রাহকের জন্য এনামুল হক সোহেল ও শ্রেষ্ঠ শব্দ পরিকল্পনার পুরস্কার পেয়েছেন রিপন নাথ। গত ২রা জুলাই থেকে শ্রীলঙ্কায় শুরু হয় সার্কভুক্ত দেশগুলোর চলচ্চিত্র নিয়ে ৬ দিনব্যাপী এ উৎসব। উৎসবে গত ৩রা জুলাই সকালে ‘ফাগুন হাওয়ায়’, বিকালে দেখানো হয় নূর ইমরান মিঠু নির্মিত ‘কমলা রকেট’ এবং ৫ই জুলাই দুপুর ১২টায় মাস্টার ফিল্মস বিভাগে দেখানো হয় নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু পরিচালিত ‘আলফা’। ‘ফাগুন হাওয়ায়’ এবং ‘কমলা রকেট’ প্রদর্শিত হয় কম্পিটিশন বিভাগে।
তিনটি ছবিরই প্রযোজক ইমপ্রেস টেলিফিল্ম লি.। এ উৎসব অনুষ্ঠিত হয় শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর ন্যাশনাল ফিল্ম কর্পোরেশনে। প্রসঙ্গত, গত ‘৭ম সার্ক চলচ্চিত্র উৎসব’-এ ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘অজ্ঞাতনামা’ প্রতিযোগিতা শাখায় সেরা চিত্রনাট্যের পুরস্কার অর্জন করে।।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা