তাসকিনা ইয়াসমিন : বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) এর তথ্যানুযায়ী, বিশ্বের ১৪১টি দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১,৫২,৪২৮ জন। এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৫৭২০ জন।
হু’র তথ্যানুযায়ী, চীনে আক্রান্ত হয়েছে ৮১ হাজার ৪৮ জন। ইতালিতে আক্রান্ত হয়েছে ২১ হাজার ১৫৭ জন। ইরানে আক্রান্ত হয়েছে ১২ হাজার ৭২৯ জন। কোরিয়ায় ৮০৮৬ জন, স্পেনে ৫৭৫৩ জন,ফ্রান্সে ৪৪৬৯ জন, জার্মানিতে ৩৭৯৫জন, যুক্তরাষ্ট্রে ১৬৭৮ জন, সুইজারল্যান্ডে ১৩৫৯ জন, যুক্তরাজ্যে ১১৪৪ জন, নেদারল্যান্ডে ৯৫৯জন, সুইডেনে ৯২৪ জন, নরওয়ে ৯০৭ জন, ডেনমার্কে ৮২৭ জন, জাপানে ৭৮০ জন, ডায়মন্ড প্রিন্সেসে ৬৯৭জন, বেলজিয়ামে ৬৮৯ জন, অস্ট্রেলিয়ায় ৬৫৫ জন এবং কাতারে ৩৩৭ জন আক্রান্ত হয়েছে।
এই ভাইরাস যেহেতু মানুষ থেকে মানুষে ছড়াচ্ছে ইতিমধ্যে বিভিন্ন দেশ তাদের সঙ্গে অন্য দেশের বিমান, নৌ, সড়ক পথের যোগাযোগ বিচ্ছিন্ন করছে। বাংলাদেশে এই রোগ প্রতিরোধে বিদেশ ফেরতদের স্বেচ্ছায় আলাদা থাকার পরামর্শ দিয়েছে সরকারি প্রতিষ্ঠান আইইডিসিআর। পাশাপাশি, ভাইরাস প্রতিরোধে কারো শরীরে ১০০ ডিগ্রির বেশি জ্বর দেখা গেলে দ্রুত আইইডিসিআর কন্ট্রোল রুমের নম্বরে যোগাযোগ করে সঠিক তথ্য নেবার অনুরোধ জানিয়েছে।
এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের বড় নেতারা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ব নেতাদের একটি নৈশভোজে অংশ নেয়ার পর তার শরীরে এই ভাইরাসের উপস্থিতি আছে কিনা সনাক্ত করা হয়েছে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানশেজের স্ত্রী বেগোনা গোমেজ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী আক্রান্ত হওয়ায় ট্রুডো পুরো পরিবার নিয়ে স্বেচ্ছা কোয়ারেন্টিনে আছেন। খবর : এএফপির।
এদিকে, জাতিসংঘ অফিসের কর্মীদের নিরাপত্তার স্বার্থে যারা অফিসে না আসলেও চলবে তাদের বাসা থেকে কাজ করতে বলেছে। বার্তা সংস্থা এপি’র অফিসে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়ায় তাদের হেড অফিস বন্ধ রেখেছে।
বাংলাদেশে বিদেশ ফেরতদের গত ২১ জানুয়ারি থেকে করোনা ভাইরাস সনাক্তকরণ স্ক্রিনিং চলছে। এ পর্যন্ত ৬০৬০১২ জনের স্ক্রিনিং করা হয়েছে।এর মধ্যে তিনি আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ থেকে আসা ৩০২০৬০ জনের স্ক্রিনিং করা হয়েছে। দুটি সমুদ্র বন্দরে ৭৪৯২ জন এবং স্থলবন্দরগুলোতে ২৮৯৪৩১ জনের স্ক্রিনিং হয়েছে। রেলস্টেশনে স্ক্রিনং হয়েছে ২৮৪ ৭০২৯ জনের।
বিদেশ ফেরতদের গত ২১ জানুয়ারি থেকে করোনা ভাইরাস সনাক্তকরণ স্ক্রিনিং চলছে। এ পর্যন্ত ৬০৬০১২ জনের স্ক্রিনিং করা হয়েছে।এর মধ্যে তিনি আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ থেকে আসা ৩০২০৬০ জনের স্ক্রিনিং করা হয়েছে। দুটি সমুদ্র বন্দরে ৭৪৯২ জন এবং স্থলবন্দরগুলোতে ২৮৯৪৩১ জনের স্ক্রিনিং হয়েছে। রেলস্টেশনে স্ক্রিনং হয়েছে ২৮৪ ৭০২৯ জনের।
করোনা ভাইরাস সংক্রান্ত তথ্য জানতে বাংলাদেশী নাগরিকদের কাছ থেকে আইইডিসিআর এ ফোন এসেছে ৩০৫৪২ টি। এ পর্যন্ত এ ভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে ২৪১ টি।
করোনায় আক্রান্ত এমন সন্দেহে হাসপাতালে ভর্তি আছে ১০ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছে ৪ জন। করোনা আক্রান্ত মোট ব্যক্তির সংখ্যা ৫ জন। এদের মধ্যে দুজন এখন সুস্থ।
বাংলাদেশে আইইডিসিআর এর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এই ভাইরাস প্রতিরোধে কিছু শিষ্টাচার মেনে চলতে বলেছেন। কমপক্ষে ২০ সেকেন্ড ধরে হাত ধোয়া, কাশি শিষ্টাচার মেনে চলা (মুখ ঢেকে হাঁচি কাশি দেয়া), করমর্দন করা থেকে বিরত থাকা, কেউ বিদেশ থেকে আসলে পরিবার স্বজনদের থেকে ১৪দিন দূরত্ব বজায় রাখা, পরিবারের বয়ষ্ক সদস্যদের সাবধানে রাখা, জন সমাগত এড়িয়ে চলা, প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না যাওয়া ইত্যাদি।
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা