সিনিয়র স্টাফ রিপোর্টার : এবছর সারাদেশে এ পর্যন্ত ২৪১ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ২৩৭ জন হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপাররেশন্স সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার এতথ্য জানান।
তিনি জানান, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা ০৪ জন। বর্তমানে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা ০৩ জন। অন্যান্য বিভাগে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত কোন রোগী ১ জন। রোগতত্ত্ব, এখন পর্যন্ত এ বছরে ডেঙ্গু সন্দেহে কোন মৃত্যুর তথ্য পাওয়া যায় নাই।
স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম জানায়, ২০১৯ সালে সারাদেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছে ১ লাখ ১ হাজার ৩শ ৫৪ জন।
এদিকে, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটে (আইইডিসিআর) এর কাছে ২০১৯ সালে ডেঙ্গুসন্দেহে ২৬৬ টি মৃত্যুর তথ্য প্রেরিত হয়েছে। এরমধ্যে আইইডিসিআর ২৩৪ টি মৃত্যু পর্যালোচনা সমাপ্ত করে ১৬৬ টি মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এর প্রিন্সিপ্যাল সায়েন্টিফিক অফিসার ড. এ. এস. এম আলমগীর বলেন, ডেঙ্গু এখন সারাবছরই থাকবে। তাই ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সতর্ক হতে হবে। এরজন্য নিজ বাড়ি, কর্মক্ষেত্র, সব যায়গা মশামুক্ত রাখতে হবে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা