সারাদেশে গত ২৪ ঘন্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে ১৯১৭ জন। আর গত ১ নভেম্বর থেকে সারাদেশে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে ১ লাখ ৩৪ হাজার ৯শ ৭৩ জন। এই সময়ে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৪ জন।
বৃহস্পতিবার ( ৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপাররেশন্স সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার এতথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় সারাদেশে শীতজনিত রোগে আক্রান্ত হয়েছে ৫৮২৩ জন। এরমধ্যে শ্বাসতন্ত্রের সংক্রমণে ৯০৭ জন, ডায়রিয়ায় ১৯১৭ জন এবং অন্যান্য অসুখে (জন্ডিস ,আমাশয়, চোখের প্রদাহ , চর্মরোগ, জ্বর) ২৯৯৯ জন।
তিনি জানান, গত ১ নভেম্বর থেকে এ পর্যন্ত সারাদেশে শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত হয়েছে ৫৪ হাজার ৭শ ৫৩ জন, ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে ১ লাখ ৩৪ হাজার ৯শ ৭৩ জন এবং শীতজনিত অন্যান্য রোগে আক্রান্ত হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৯০৬ জন।
২০১৯ সালের ১ নভেম্বর থেকে এ পর্যন্ত শ্বাসতন্ত্রের সংক্রমণে সারাদেশে মৃত্যুবরণ করেছে ২০ জন। এই সময়ে ডায়রিয়ায় মৃত্যুবরণ করেছে ৪ জন এবং শীত জনিত অন্যান্য রোগে মৃত্যুবরণ করেছে ৩০ জন।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা