অনলাইন ডেস্ক
আজ (রোববার) সকাল ১০ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন ঘোষণা করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বরিশাল-পায়রা বন্দর পর্যন্ত রেল লাইন করার পরিকল্পনা আছে। এসময় তিনি রেলের সম্পত্তি রক্ষণাবেক্ষণ করতে জোর তাগিদ দেন।
তিনি বলেন, লোডশেডিং এবং মূল্যস্ফীতের কারণে মানুষ কষ্ট পাচ্ছে।
শেখ হাসিনা বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে অর্থনৈতিক চাপ তৈরি হয়েছে। এই চাপ মোকাবেলায় সরকার নিজস্ব পরিকল্পনায় কাজ করছে।
প্রধানমন্ত্রী বলেন, কিছু লোকের কাজই হচ্ছে আওয়ামী লীগ সরকারের সমালোচনা করা। তারা বিদেশের কাছে বদনাম করে তৃপ্তি পায়।
এতদিন নীলফামারীর চিলাহাটি থেকে ঢাকা পর্যন্ত যাতায়াতের জন্য নীলসাগর এক্সপ্রেস নামে একটি নৈশকালীন ট্রেন চালু থাকলেও, দিনের বেলা ট্রেন না থাকায় স্থানীয়দের চলাচলে সমস্যা সৃষ্টি হত। যাত্রীদের চাহিদার কথা চিন্তা করে অবশেষে এই রুটে দিবাকালীন ট্রেন চালু হলো।
এই রেলপথটি আন্তর্জাতিক ট্রেনের রুট হিসেবে ভারতের সাথে যোগাযোগ স্থাপন করবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
ট্রেনটি শনিবার বাদে প্রতিদিন ভোর ৬ টায় চিলাহাটি থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা