অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক: জানুয়ারির শুরুতেই সারাদেশে তাপমাত্রা কমতে শুরু করেছে। রাজধানীসহ দেশজুড়ে অনেক বেলা পর্যন্ত ঘন কুয়াশার পাশাপাশি ঠান্ডা হাওয়া বইছে। বিশেষ করে উত্তরের জেলাগুলোতে ঘন কুয়াশার সাথে হিমেল হাওয়া মানুষের জীবনযাত্রা আরও বিপর্যস্ত করে তুলেছে। ঠাকুরগাঁওয়ে দিনের অর্ধেকটা সময় দেখা মেলেনা সূর্যের।
কুয়াশার কারণে যান চলাচলও ব্যাহত হচ্ছে। শীত উপেক্ষা করে জীবিকার তাগিদে বের হচ্ছেন খেটে খাওয়া মানুষ। আবহাওয়া অফিসের তথ্য মতে, আজ দেশের সর্বনিু তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নীলফামারীর সৈয়দপুরে ৯ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস।
সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পেতে পারে। সেইসাথ মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে কুয়াশা অব্যাহত থাকবে।
এদিকে, আবহাওয়া অধিদপ্তরের জানিয়েছে এই সময়ে দেশের উত্তর, পশ্চিমাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে এবং নদ-নদী অববাহিকায় মাঝারি বা ঘন কুয়াশা এবং কোথাও হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে। কোথাও কোথাও ঘন কুয়াশা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
এছাড়া, শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বিঘিœত হচ্ছে।