অনলাইন ডেস্ক
দেশে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যাও বাড়ছে। দক্ষিণের জেলা পটুয়াখালীতে গত কয়েকদিনের বৃষ্টির পর জেলার বিভিন্ন স্থানে জমে থাকা পানিতে এভাবেই দেখা মিলছে লার্ভার। ডেঙ্গু নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা না থাকায় বাড়ছে আক্রান্তের সংখ্যা। আর তাই হাসপাতালগুলোয় এখন ডেঙ্গু রোগীর ভিড়।
রোগীর চাপ সামাল দিতে হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ড চালু করা হয়েছে। এখানেই চিকিৎসা নিচ্ছেন রোগীরা।
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে প্রচারণাসহ নানা অভিযান পরিচালনা করার কথা জানালেন জেলা পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ।
এদিকে, নড়াইলে শহরের চেয়ে ডেঙ্গু আক্রান্ত বেশি হচ্ছে গ্রামে। হাসপাতালের পাশের ড্রেন ও ঝোপঝাড়ে জন্ম নিচ্ছে মশার লার্ভা। রোগী ও স্বজনদের অভিযোগ, হাসপাতালে অন্য রোগীদের সাথেই চিকিৎসা নিতে হচ্ছে ডেঙ্গু আক্রান্তদের।
জায়গা স্বল্পতার কারণেই হাসপাতালের এমন অবস্থা বলে জানালেন তত্ত্বাবধায়ক আব্দুল গফফার।
জেলা সিভিল সার্জন সাজেদা বেগম পলিন জানালেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে উদ্যোগ নেয়া হয়েছে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা