সিনিয়র স্টাফ রিপোর্টার : এ বছর সারাদেশে এ পর্যন্ত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছে ২৪১ জন। এরা সবাই বর্তমানে হাসপাতাল ছেড়ে নিজ বাড়িতে অবস্থান করছে। ২০১৯ সালে মোট ১৭৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। এসময় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছে ১ লাখ ১ হাজার ৩৫৪ জন।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপাররেশন্স সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার এতথ্য জানান।
তিনি জানান, ২০১৯ সালে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট ( আইইডিসিআর) এর ২৭৬ টি মৃত্যু ডেঙ্গুজনিত সন্দেহে পরীক্ষার জন্য পাঠানো হয়। সেখান থেকে ১৭৯ টি মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে আইইডিসিআর।
তিনি জানান, এবছর ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছে ২৪১ জন। এদের মধ্যে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ২৪১ জন। একজন বর্তমানে হাসপাতালে ভর্তি আছে। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এর প্রিন্সিপ্যাল সায়েন্টিফিক অফিসার ড. এ. এস. এম আলমগীর বলেন, ডেঙ্গু এখন সারাবছরই থাকবে। তাই ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সতর্ক হতে হবে। এরজন্য নিজ বাড়ি, কর্মক্ষেত্র, সব যায়গা মশামুক্ত রাখতে হবে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা