কুমিল্লা প্রতিনিধি: করোনা ভাইরাস সংক্রমনে সামাজিক দূরত্ব তৈরীতে ও সতর্কতা সৃষ্টির জন্য কুমিল্লায় মাঠে নেমেছে সেনাবাহিনী।
মঙ্গলবার (২৪ এপ্রিল) সবকিছু বুঝে নিয়ে ২৫ এপ্রিল সকাল থেকেই মাঠে থাকবে সেনাবহিনী। সেনাবাহিনী জেলার ১৭টি উপজেলায় স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্যকর্মীদের সাথে সমন্বয় করে কাজ করবে।
সেনাবাহিনী ও জেলা প্রশাসন কিভাবে সমন্বয় করে কাজ করবে তা নিশ্চিত করতে মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে যৌথ প্রেস কন্ফারেন্স অনুষ্ঠিত হয়।
কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর এতে সভাপতিত্ব করেন। প্রেস কনফারেন্সে কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর ও সেনাবাহিনীর পক্ষে কুমিল্লা সেনানিবাসের ৩১-বি ইউনিটের অধিনায়ক লেঃ কর্নেল মাহাবুব আলম সামাজিক দুরুত্ব নিশ্চিত করণে কিভাবে কাজ করবে এ বিষয়গুলো গণমাধ্যমের কাছে তুলে ধরেণ।
জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর বলেন, এ দূর্যোগ থেকে উত্তরণের জন্য সকলকে সহযোগিতা করতে হবে। তিনি জানান, এখন পর্যন্ত কুমিল্লা একজনও করোনা আক্রান্ত সনাক্ত হয়নি, অযথা বাইরে কেউ ঘোরাঘুরি করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
অধিনায়ক লেঃ কর্নেল মাহাবুব আলম বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসনের পাশে থেকে সম্বনয় করে কাজ করবে সেনাবাহিনী। আগামি ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষনা করা হয়েছে, সরকারি বেসরকারি বসকিছু বন্ধ থাকবে, তাই জনসাধারণ যাতে সরকারী নির্দেশনা মেনে চলে এবং অতি প্রয়োজন ছাড়া কেউ যাতে বাড়ির বাইরে না যায় সকলে হোম কোয়ারেন্টাইনে থাকে সে বিষয় গুলো নিয়ে কাজ করা হবে।
জেলা প্রশাসকের সাথে কথা বলে যে কর্মসূচী তৈরি করা হয়েছে এবং সম্বনয় করে প্রান্তিক পর্যায়ে জেলা প্রশাসনকে যে সহযোগিতা করা দরকার সেনাবাহিনী সার্বিক সহযোগিতা করবে। অস্থায়ী ক্যাম্প ও মুভমেন্টের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অধিনায়ক লেঃ কর্নেল মাহাবুব আলম জানান, মঙ্গলবার (২৪ এপ্রিল) সবকিছু বুঝে নিয়ে ২৫ এপ্রিল সকাল থেকেই মাঠে থাকবে সেনাবহিনী এবং ২ থেকে ৩টি উপজেলা পর্যন্ত দ্রুত যাতায়াত করা যায় এরকম স্থানেই অস্থায়ী ক্যাম্প এবং কুমিল্লা শহরে একটি ক্যাম্প স্থাপন করা হবে।
পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, বিদেশ ফেরত হোম কোয়ারান্টাইনে যারা রয়েছেন তাদের বিষয়ে নিয়মিত খোঁজ খবর রাখছে পুলিশ। প্রেস কনফারেন্সে আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা সেনানিবাসের ৩৫ ফিল্ড লে: কর্নেল নাজমুল, লে: কর্নেল মাহবুব, মেজর সাইফ, জি এস আলিমউদ্দিন (আলীম), ডা. মোঃ নজরুল ইসলাম, ডা. এইচ. এম. কায়সার, সিভিল সার্জন নিয়াতুজ্জামান সহ সামরিক কর্মকর্তা এবং বিভিন্ন দপ্তরের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা