অনলাইন ডেস্ক
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে সোবহানবাগ মহল্লার একটি মাঠে আমজাদকে রক্তাক্ত অবস্থায় পথচারীরা দেখতে পায়। পরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর কিছু সময় পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে সাভার মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান মনির ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শক করে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছিনতাই বা অন্য কোনো দ্বন্দ্বের কারণে হত্যাকাণ্ডের এই ঘটনা ঘটতে পারে। সেই সঙ্গে নিহতের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে।
এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
সাভারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আমজাদ (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে সাভার পৌর এলাকার সোবহানবাগ মহল্লায় এ ঘটনা ঘটে।সাভারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আমজাদ (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে সাভার পৌর এলাকার সোবহানবাগ মহল্লায় এ ঘটনা ঘটে।fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা