বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য, সুপ্রিম কোর্টের আইনজীবী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটার অ্যাডভোকেট ফজিলাতুন্নেসা বাপ্পীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি।
প্রতিমন্ত্রী ইন্দিরা বৃহস্পতিবার ( ২ ডিসেম্বর) এক শোক বার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি ও বাংলাদেশে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে অ্যাডভোকেট ফজিলাতুন্নেসা বাপ্পীর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তিনি আরও বলেন যুদ্ধাপরাধীদের বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউটার হিসেবে অ্যাডভোকেট ফজিলাতুন্নেসা বাপ্পীর কর্মদক্ষতা ও ভূমিকা জাতি কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে।
উল্লেখ্য, নবম ও দশম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সাংসদ ফজিলাতুন্নেসা বাপ্পী বৃহস্পতিবার সকাল আটটায় ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা