সাবেক ফরাসি প্রেসিডেন্ট জ্যাক শিরাক মারা গেছেন। পরিবারের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সকালে ৮৬ বছর বয়সে শিরাকের মৃত্যু হয়। এ সময় পরিবারের সদস্যরা তার পাশে ছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করে ফ্রান্সের জাতীয় পরিষদে পালন করা হয়েছে ১ মিনিট নীরবতা। ফ্রান্সের বুলডোজারখ্যাত এ ধীশক্তিধরের সময়েই ইউরোপীয় একক মুদ্রা ব্যবস্থায় প্রবেশ করেছিল প্যারিস।
দুই মেয়াদে ফ্রান্সের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা শিরাক বেশ কিছু প্রশাসনিক সংস্কার এনেছিলেন, যার একটি ছিল রাষ্ট্রপ্রধানের মেয়াদ ৭ বছর থেকে কমিয়ে ৫ বছর করা। তবে শেষ দিকে দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধেও উঠেছিল।
১৯৬২ সালে রাজনীতিতে পা রাখেন শিরাক। তার আগে তিনি দেশটির সাবেক প্রধানমন্ত্রী জর্জ পোম্পাইডোর চিফ অব স্টাফ ছিলেন। প্রেসিডেন্ট পোম্পাইডো বলেছিলেন তিনি যা করেছেন তার আড়ালে ছিল জ্যাক শিরাকের মেধা ও ধীশক্তি। এজন্যে পোম্পাইডো শিরাককে ‘বুলডোজার’ বলে ডাকতেন।
প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা ছাড়াও শিরাক দেশটির প্রধানমন্ত্রী এবং দীর্ঘদিন প্যারিসের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ১৯৯৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত দুই মেয়াদে ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ক্ষমতায় থাকতেই ২০০৫ সালে তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। আর ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর পর তার স্বাস্থ্যের অবনতি হতে শুরু করে।
জ্যাক শিরাক ১৯৩২ সালের ২৯ নভেম্বর জন্মগ্রহণ করেন। পড়াশোনা শেষ করে একজন উচ্চপদস্থ সরকারি কর্মচারী হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপরই তিনি রাজনীতিতে যোগ দেন এবং পরবর্তী সময়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে আসীন হন। তিনি ফ্রান্সের কৃষিমন্ত্রী, প্রধানমন্ত্রী, প্যারিসের মেয়র ও সবশেষ ফরাসি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। ২০১৪ সালে স্মৃতিভ্রংশে আক্রান্ত হয়ে তার স্মৃতিশক্তি কমে যায় এবং তিনি কথা বলার শক্তিও হারিয়ে ফেলেছিলেন। ২০১৬ সালে শিরাক তার মেয়ের মৃত্যুর পর কার্যত খুব একটা প্রকাশ্যে আসতেন না।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা