অনলাইন ডেস্ক
ডেভিড সিলভা ও ভিনসেন্ট কোম্পানির ভাস্কর্য এ বছর বসানো হলেও সার্জিও আগুয়েরো ভাস্কর্য বসানো হবে আগামী বছরে। দলের প্রতি ভালবাসা ও অবদানের কারণেই তাদেরকে এই সম্মান দেয়া হচ্ছে।সোমবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি। আগামী শনিবার আর্সেনালের বিপক্ষে ম্যাচের আগে হবে সিলভা ও কোম্পানির প্রতিমূর্তি উন্মোচন।
২০১০ সালে ভালেন্সিয়া থেকে সিটিতে যোগ দেয় সিলভা। দশ সিজনে সিটিজেনদের হয়ে ৪৩৬ ম্যাচে গোল করেছেন ৭৭টি। জিতেছেন চারটি প্রিমিয়ার লিগসহ মোট ১৪টি শিরোপা। ২০০৮ সালে ম্যান সিটিতে যোগ দেন ভিনসেন্ট কোম্পানি। ১১ সিজনে দলের হয়ে খেলেছেন ৩৬০ ম্যাচ, করেছেন ২০ গোল। চারটি প্রিমিয়ার লিগ সহ জিতেছেন ১৩টি শিরোপা। অন্যদিকে ২০১১ সালে অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে ম্যান সিটিতে এসেছিলেন আর্জেন্টাইন সার্জিও আগুয়েরো। দলের হয়ে ৩৯০ ম্যাচে করেছেন ২৬০ গোল। পাঁচ প্রিমিয়ার লিগ সহ জিতেছেন ১৫টি শিরোপা।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা