অনলাইন ডেস্ক
ফক্স স্পোর্টস জানিয়েছে, আদালতে স্ল্যাটারের সাবেক বান্ধবীর আইনজীবী বলেন, স্ল্যাটার এক দিনে আড়াই ঘণ্টার মধ্যে তার মক্কেলের ফোনে ৬৬টি মেসেজ ও ১৮টি ফোন করেন। সেসব মেসেজ ছিলো ‘হয়রানি ও আক্রমণাত্মক’। গত মার্চ থেকে অক্টোবরের মধ্যে তাকে হয়রানি করে এসেছেন স্ল্যাটার। গত ১২ ও ১৩ অক্টোবর দুপুরে সিডনির র্যান্ডউইকেট অঞ্চলে স্ল্যাটার তাকে চুপিসারে অনুসরণ করে হয়রানিমূলক আচরণ করেন।
অন্যদিকে অস্ট্রেলিয়ার হয়ে ৭৪ টেস্ট ও ৪২ ওয়ানডে খেলা স্ল্যাটারের আইনজীবী আদালতে দাবি করেছেন যে, ফোনে হয়রানির সময় স্ল্যাটার মাতাল ছিলেন। তিনি মদ্যপানজনিত অসুস্থতায় ভুগছেন এবং হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এই প্রথমবারের মতো তিনি পুলিশের বিধিনিষেধ ভেঙেছেন বলেও স্ল্যাটারের আইনজীবী দাবি করেন।
এরপর আদালত স্ল্যাটারকে জামিন দিয়েছে। তবে শর্ত হলো, তাকে গৃহবন্দি থাকতে হবে। হাসপাতালে যাওয়ার দরকার হলে কর্তৃপক্ষকে জানাতে হবে এবং তিনি ফোন ব্যবহার করতে পারবেন না।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা