অনলাইন ডেস্ক
রোববার (২১ জানুয়ারি) টস জিতে ব্যাট করতে নামে পাকিস্তান। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন অভিষেক হওয়া ব্যাটার হাসিবুল্লাহ খান। এরপর বাবর আজম ও রিজওয়ানের ৫৩ রানের জুটিতে শুরুর ধাক্কা সামাল দেয় পাকিস্তান।
তবে বাবর আজমকে তুলে নিয়ে কিউই শিবিরে স্বস্তি দেন ইশ সোধি। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩৮ রানের ইনিংস খেলেন উইকেটরক্ষ ব্যাটার রিজওয়ান। এছাড়া ফখর জামান করেন ৩৩ রান। মিডলঅর্ডারে ১৯ রান করেন সাহিবজাদা ফারহান। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৩৪ রান করে থামে পাকিস্তান।
জবাবে ব্যাট করতে নেমে ১২ রানে প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। আর ৬৪ রানের মাথায় ৫ উইকেট খুইয়ে বিপাকে পড়ে কিউইরা। এরপর ২৮ রান তুলতে আরও ৫ উইকেট হারায় স্যান্টনারের দল। ৯২ রানে গুটিয়ে যাওয়া কিউইরা হেরেছে ৪২ রানে।
এই জয়ে একটি রেকর্ডও করেছে পাকিস্তান। নিউজিল্যান্ডের মাঠে কিউইদের এতো কম রানের টার্গেট দিয়ে কোনো দল আগে জিততে পারেনি।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা