অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান এবং বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার শারীরিক অবস্থার চরম অবনতি হয়েছে। নিউইয়র্কের ম্যানহাটনের মেমোরিয়াল স্লোন ক্যাটারিং ক্যান্সার সেন্টারে চিকিৎসাধীন আছেন তিনি। তার এই শারীরিক অবস্থায় পরিবারের পক্ষ থেকে তাকে দেশে ফিরিয়ে আনার আকুতি রয়েছে।
তিনি যেন সুস্থ হয়ে দেশে ফিরে আসতে পারেন সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনে সাদেক হোসেন খোকার শারীরিক সুস্থতা কামনায় দোয়া মাহফিলে তিনি এ আহবান জানান।
যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন ঢাকার সাবেক মেয়র, সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার রোগ মুক্তি কামনায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। এতে বিএনপির মহাসচিব মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ,দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় সাবেক মেয়র সাদেক হোসেন খোকার রোগ মুক্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
এর আগে সংক্ষিপ্ত আলোচনায় বিএনপির মহাসচিব বলেন, সাদেক হোসেন খোকা যেন সুস্থ হয়ে জনগনের মাঝে ফিরে আসেন।
বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেয়ার আহবান জানান মির্জা ফখরুল। দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াও যেন সুস্থ হয়ে জনগনের মাঝে ফিরে আসতে পারেন এবং দলকে নেতৃত্ব দিতে পারেন তার জন্যও দেশবাসীর কাছে দোয়া চান মির্জা ফখরুল। খোকার বড় ছেলে প্রকৌশলী ইশরাক হোসেন জানিয়েছেন, পাসপোর্ট না থাকায় এই গেরিলা মুক্তিযোদ্ধাকে দেশে আনা সম্ভব হচ্ছে না। পরবর্তী সময়ে কী হবে, এ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন স্বজনরা।
২০১৪ সাল থেকে চিকিৎসার জন্য স্বপরিবারে নিউইয়র্কে অবস্থান করছেন সাদেক হোসেন খোকা। ২০১৭ সালে সাদেক হোসেন খোকা ও তার স্ত্রী ইসমত আরার পাসপোর্টের মেয়াদ শেষ হয়।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা