অনলাইন ডেস্ক
সাতক্ষীরায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকার শেষ মুহূর্তে মঙ্গলবার (১৮ মে) রাতে ভারতফেরত ১৪২ জনের মধ্যে ১১ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল ‘ডিসি সাতক্ষীরা’ ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি পোস্টে লিখেছেন- ভারত থেকে প্রত্যাগত বাংলাদেশি ১৪২ জন নাগরিকের নমুনা পরীক্ষা করে ১১ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। তাদের বিশেষ ব্যবস্থায় চিকিৎসার জন্য মেডিক্যাল কলেজের আইসোলেশন ইউনিটে পাঠানো হবে।
বুধবার সকালে তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আলাদা ইউনিটে কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। অন্যদের ছাড়পত্র দেওয়া হয়েছে।
এদিকে সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এসপি সাতক্ষীরা ফেইসবুক আইডিতে লিখেছেন, “সাতক্ষীরায় ভারতফেরত পাঁচজন করোনা রোগী শনাক্ত। আপনাদের এলাকায় ভারত থেকে কোন লোক আসলে জেলা পুলিশকে জানান। কোনভাবেই যাতে সীমান্ত অতিক্রম করে কোন লোক আসা-যাওয়া করতে না পারে সবাই সতর্ক থাকুন।”
fblsk
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা