অনলাইন ডেস্ক
এই তারকা পেসার মনে করেন এবারের আইপিএলে পুরো বাংলাদেশ তার দিকে তাকিয়ে থাকবে। কারণ সাকিব আল হাসান এবারের টুর্নামেন্টে নেই। সেঞ্চুরিয়নে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বৃহস্পতিবার (২৪ মার্চ) এমনটাই বলেছেন কাটার মাস্টার, ‘আগে যেটা হতো যে, আমি আর সাকিব ভাই খেললে বাংলাদেশের মানুষ দুটো দলে ভাগ হয়ে যেত। এবার সবাই আমার দিকেই তাকিয়ে থাকবে, কারণ এবছর সাকিব ভাই সব সংস্করণে (জাতীয় দলে) আছেন বলে সুযোগ পাননি।’
সাকিব দল না পেলেও সুযোগ এসেছিল তাসকিন আহমেদের। কিন্তু সিরিজের মাঝে তাকে ছাড়তে নারাজ বিসিবি। তাই আর যাওয়া হলো না। মোস্তাফিজ বলেন, ‘আমাদের দলের (বাংলাদেশ) খেলা আছে। তাসকিন এখন আমাদের সেরা বোলার। এজন্য এখন সান্ত্বনা দেওয়া ছাড়া আমার কোনো উপায় নেই।’
২৬ মার্চ থেকে শুরু হচ্ছে এবারের আইপিএল। মোস্তাফিজের আজই ভারতে পৌঁছানোর কথা। সঙ্গে নিয়ে যাবেন ঐতিহাসিক সিরিজ জয়ের সুখস্মৃতি। এ জয় নিশ্চয় দিল্লির হয়ে পারফর্ম করতে মোস্তাফিজকে আরো তাতিয়ে তুলবে।
মোস্তাফিজ বললেন, ‘টি-টোয়েন্টি দলে কোনো বড়-ছোট নেই। দুই-তিনজন ভালো খেললেই আপনি ফাইনালেও যেতে পারবেন। আমি সবসময়ই ভালো করতে চাই। যেকোনো খেলাতেই ভালো একটা ছন্দ পাওয়া লাগে। যদি আমি প্রথম থেকেই ভালো শুরু পাই, তাহলে সেটা ধরে রেখে ভালো করা সম্ভব।’
উল্লেখ্য মোস্তাফিজকে ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে দলে নেয় দিল্লি। নিলামে তোলা হলে প্রথম ডাক দেয় দলটি। আর কেউ আগ্রহ না দেখালে ২ কোটি রুপিতে তাকে দলে নেয় দিল্লি।
দিল্লিতে মোস্তাফিজ সতীর্থ হিসেবে পাচ্ছেন ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, শার্দুল ঠাকুর, ঋষভ পান্তদের। ওয়ার্নারের সঙ্গে মোস্তাফিজ নিজের প্রথম আইপিএল খেলেছিলেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। সেবার শিরোপাও জিতেছিলেন তারা।
আইপিএলে এটা মোস্তাফিজের চতুর্থ দল। এর আগে ‘ফিজ’ হায়দরাবাদ ছাড়াও মুম্বাই ইন্ডিয়ান্স ও সবশেষ রাজস্থান রয়্যালসের হয়ে খেলেন। তিনটি দলের হয়ে চার আসরে ৩৮ ম্যাচ খেলেছেন। তিনি ওভার প্রতি ৭.৮৪ রান দিয়ে নিয়েছেন ৩৮ উইকেট। সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন ১৬ রান দিয়ে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা