অনলাইন ডেস্ক
সেখানেই গতকাল গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন দলের সঙ্গে থাকা ম্যানেজার নাফিস ইকবাল। এ সময় দলকে ভালো করতে সময় দেওয়ার আহবান জানান তিনি। নাফিস বলেন, ‘সাকিব-তামিম-রিয়াদ তারা তো অনেক বছর সার্ভিস দিয়েছে। তাদের বিকল্প যারা আছে তারাও কিন্তু ভালো করছে ডে বাই ডে। তবে উন্নতির গ্রাফটা আরও ভালো হওয়া উচিৎ, একটু সময় দিতে হবে। সব দলেরই একটা ট্রানজেশন পিরিয়ড যায়।’
শ্রীলঙ্কায় পৌঁছে গতকাল (শুক্রবার) বাংলাদেশ দলের ক্রিকেটাররা রিকভারি সেশনে কাটিয়েছেন। ট্রেনার ইফতির অধীনে খেলেছেন একটি ভলিবল ম্যাচও। আগামী ১৭ জুন থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজের প্রস্তুতি নিয়ে নাফিস বলেন, ‘গতকাল তারা (ক্রিকেটার) রিকভারি করেছে। ভালো একটা জিম সেশনও হয়েছে। পরে ভলিবল গেম খেলেছে একটা। তারপর যে যার মত একটা মিটিং করেছে। টেস্টের জন্য আমরা প্রস্তুত রয়েছি।’শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে ভালো করার প্রত্যয়ও শোনা গেল সাবেক এই ক্রিকেটারের মুখে, ‘ম্যাচের জন্য প্রস্তুতি ভালো। আমাদের টেস্ট টিম অভিজ্ঞতা সম্পন্ন। গেল দুই তিন বছর ধরে ভালো একটা অবস্থানে আছে বলতে পারি। তো ওই হিসেবে ভালো যদি খেলতে পারি রেজাল্টও ভালো আসবে।’
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা