ঢাকায় এসে পৌঁছেছেন সাকিবদের স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টরি। শুক্রবার (২৫ অক্টোবর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং ক্রিকেটারদের মধ্যে হঠাৎ সঙ্কটের নিরসন হয়েছে। দাবি-দাওয়া মেনে নেওয়ার আশ্বাস দেওয়ায় ক্রিকেট মাঠে ফিরছেন খেলোয়াড়রা।
এদিকে ভারত সফরের জন্য শুক্রবার থেকেই শুরু হচ্ছে জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প। তাতে যোগ দিচ্ছেন সাকিব-মুশফিকরা। এরই মধ্যে ঢাকায় আসলেন তাদের স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টরি।
ভারত সফরে প্রথমে ৩ ম্যাচ টি-২০ সিরিজে খেলবে বাংলাদেশ। ৩ নভেম্বর শুরু হবে এ সিরিজ। এরপর ২ ম্যাচ শুরু হবে টেস্ট সিরিজ। প্রথম টেস্ট হবে ১৪ নভেম্বর। গুরুত্বপূর্ণ এ সফর সামনে রেখে শিষ্যদের প্রস্তুত করবেন ভেট্টরি।
গত ২৭ জুলাই টাইগারদের স্পিন বোলিং কোচ হিসেবে ভেট্টরির নাম ঘোষণা করেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ১০০ দিনের চুক্তিতে সাকিব-আরাফাত-তাইজুলদের টোটকা দেবেন তিনি। এর মধ্যে থাকবে ভারত সফর, এশিয়া কাপ, ২০২০ সালে নিউজিল্যান্ড সফর ও টি-টোয়েন্টি বিশ্বকাপ।
এর আগে ভেট্টরি প্রধান কোচ হিসেবে কাজ করেছেন আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের হয়ে। একই ভূমিকায় ছিলেন বিগ ব্যাশের দল ব্রিসবেন হিটেও। তবে তার কোচিংয়ে বলার মতন সাফল্য পায়নি ফ্র্যাঞ্চাইজি দুটি। এবার টাইগারদের গুরুর ভূমিকায় অবতীর্ণ হয়ে ভেট্টরি কেমন করেন, সেটা সময়ই বলে দেবে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা