১১ দফা দাবিতে উত্তাল ক্রিকেট পাড়া। এই আন্দোলনে যোগ দিতে নারী ক্রিকেটারদের আহ্বান জানিয়েছিলেন আন্দোলনের মুখপাত্র সাকিব আল হাসান। কিন্ত সাকিবদের ডাকে সাড়া দেননি তারা।
তিন ম্যাচের টি-২০ ও দুই ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে মঙ্গলবার রাতে পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন সালমা-রুমানারা।
পাকিস্তান রওনা হওয়ার আগে এদিন অফিশিয়াল ফটোসেশনে অংশ নিয়েছিলেন সালমা খাতুন, রুমানা আহমেদ, জাহানারা আলমরা। সেই ছবি নিজের ফেরিফায়েড ফেইসবুকে পোস্ট করেছেন পেসার জাহানারা আলম।
ক্যাপশনে এই তারকা লিখেছেন, ‘লাহোরের উদ্দেশ্যে রাতে ঢাকা ছাড়ছি। তিনটি টি-টোয়েন্টি ও দুটি ওয়ানডে ম্যাচের সিরিজ খেলার জন্য। আমাদের জন্য দোয়া রাখবেন।’
পাকিস্তান সিরিজের জন্য সোমবার ১৫ সদস্যের টি-২০ ও ওয়ানডে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজে বাংলাদেশের টি-২০ দলের অধিনায়কত্ব করবেন সালমা খাতুন। আর ওয়ানডে দলকে নেতৃত্ব দেবেন রুমানা আহমেদ।
জানা গেছে, নিরাপত্তা বিষয়ে সবুজ সংকেত পাওয়ায় পাকিস্তানে নারী দলকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। একই সময়ে পাকিস্তানে সিরিজ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ বয়সী ছেলেদের দলও।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা