সাইফউদ্দিনের হাত ধরে প্রথম উইকেটের দেখা পেল বাংলাদেশ। ইনিংসের অষ্টম ওভারের দ্বিতীয় বলে পয়েন্টে মিরাজের হাতে ধরা পড়েছেন ফখর জামান। ৩১ বলে ১৩ রান করেছেন তিনি। বিশ্বকাপে আজ বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করছে পাকিস্তান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৯ ওভারে ১ উইকেটে ৩১ রান।
ইনজুরি কাটিয়ে আজ বাংলাদেশ একাদশে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ভারতের বিপক্ষে একাদশের বাইরে থাকা মেহেদী হাসান মিরাজকেও আজ একাদশে রাখা হয়েছে। এই দুজন সুযোগ পাওয়ায় বাদ পড়েছেন সাব্বির রহমান ও রুবেল হোসেন। অন্যদিকে, পাকিস্তান আজ অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে।
বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায় ইতোমধ্যে নিশ্চিত হয়ে গেছে। তাই আজকের ম্যাচটি শুধুই নিয়মরক্ষার। আট ম্যাচ খেলে ৭ পয়েন্ট নিয়ে টাইগাররা এখন পয়েন্ট টেবিলে সপ্তম অবস্থানে রয়েছে। অন্যদিকে, পাকিস্তানের সেমিতে ওঠার সম্ভাবনা রয়েছে। সেমিতে উঠতে হলে তাদের আজ ৩১৬ রানের ব্যবধানে জিততে হবে। আট ম্যাচ খেলে ৯ পয়েন্ট নিয়ে এখন পঞ্চম অবস্থানে রয়েছে পাকিস্তান।
NB:This post is copied from dhakatimes24.com
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা