সিনিয়র স্টাফ রিপোর্টার : নিখোঁজ সাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে উদ্ধারের দাবীতে আগামী বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে দশটায় জাতীয় প্রেসক্লাবের সামনে ‘কাজলের বন্ধু-স্বজন’ এর উদ্যোগে এক মানববন্ধনের আয়োজন করা হয়েছে। এতে, কাজলের সহকর্মী, স্বজনদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন পরিবারের সদস্যরা।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের সন্ধান পাওয়া যাচ্ছে না। ১০ মার্চ বকশি বাজারের বাসা থেকে বের হওয়ার পর আর কোন সন্ধান পায়নি তার পরিবারের সদস্যরা, নিখোঁজের ঘটনায় চকবাজার থানায় ১টি সাধারণ ডায়েরি করা হয়। অদ্যাবধি তার কোন খোঁজ নাই।
শফিকুল ইসলাম কাজল ‘পক্ষকাল’ নামে একটি দৈনিক পত্রিকা সম্পাদনা করেন। এর আগে তিনি দৈনিক সমকাল ও দৈনিক বণিক বার্তায় ফটো সাংবাদিক হিসেবে কাজ করেন।
৯ মার্চ শেরেবাংলা নগর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দৈনিক মানবজমিন এর সম্পাদক মতিউর রহমান চৌধুরীসহ ৩২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। ওই মামলায় শফিকুল ইসলাম কাজলকে তিন নম্বর আসামি করা হয়। ১০ মার্চ মঙ্গলবার দুপুর ৩ টার পর বাসা থেকে বের হয়ে যান, এরপর তার সঙ্গে পরিবার কিংবা অন্য কারও কোন যোগাযোগ হয়নি। মোবাইল নম্বরটিও বন্ধ রয়েছে।
সত্য সুন্দর উচ্চারণ করতে ভয় পেতেন না সাংবাদিক শফিকুল ইসলাম কাজল। কাজলের স্ত্রী ক্যান্সার রোগের বিরুদ্ধে ৫ বছর ধরে লড়াই করে কেবল যখন জিতলো, তখন এই নিখোঁজের ঘটনা ঘটলো।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা