ইউটিউব চ্যানেলে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে অপপ্রচার চালানো ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টার অভিযোগ এনে সাংবাদিক মাহবুব আলম লাভলুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা আশিকুর রহমান বৃহস্পতিবার (১২ মার্চ) চকবাজার থানায় তার বিরুদ্ধে এই মামলা করেন। আশিক তিতুমীর কলেজে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের স্নাতকের শেষ বর্ষের ছাত্র।
ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক লাভলু এর আগে দৈনিক জনকণ্ঠ, সমকাল, মানবজমিন, যায় যায় দিন, বৈশাখী টেলিভিশন ও ইন্ডিপেনডেন্ট টেলিভিশনে কাজ করেছেন।
লাভলুর বিরুদ্ধে অভিযোগ, সম্প্রতি তার ‘শুদ্ধ সত্য’ নামে ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত প্রতিবেদনে যুবলীগ নেত্রী শামীমা নূর পাপিয়ার ‘অপকর্মে’ জড়িত অভিযোগে অনেকের নাম আসে। এর পাশাপাশি আরও কয়েকটি বিষয় নিয়ে সম্প্রচারিত প্রতিবেদনে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে কথা বলা হয়।
চকবাজার থানার ওসি মওদুত হাওলাদার জানান, মামলায় লাভলু ছাড়া অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করা হয়েছে। লাভলুকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা