ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সিনিয়র সদস্য ও নিউ এইজের সিনিয়র রিপোর্টার মলয় সাহা গত রবিবার (৯ ফেব্রুয়ারি) ব্রেইন স্ট্রোক করে বর্তমানে শ্যামলী স্পেশালাইজড হাসপাতালের বিশেষজ্ঞ ডা. নারায়ণ কুন্ডুর তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
একইসঙ্গে ডিআরইউ সদস্য এএনবি২৪ ডটকমের সিনিয়র রিপোর্টার আহমেদ সিরাজ গত এক সপ্তাহ ধরে বুকে ব্যাথাজনিত সমস্যায় ভুগছেন।
মলয় সাহার অসুস্থতা প্রসঙ্গে সিনিয়র সাংবাদিক আশীষ কুমার দে বলেন, শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। চিকিৎসকেরা তাঁকে আশঙ্কামুক্ত বলেছেন। বর্তমানে তিনি বাসায় রয়েছেন। তিনি কথা-বার্তা বলতে ও স্বাভাবিক খাবার খেতে পারছেন এবং হাঁটাচলাও করতে পারছেন। তবে আপাতত তাঁকে মোবাইল ফোন ব্যবহার এবং কথাবার্তা না বলে পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। তাঁরা বলেছেন, খুব শিগগির তিনি পূর্ণ সুস্থ হয়ে উঠবেন।
মলয় সাহা ও আহমেদ সিরাজের শারীরিক সুস্থতার জন্য ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি রফিকুল ইসলাম আজাদ ও সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী সবার কাছে দোয়া চেয়েছেন।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা