ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সদস্য ও ঢাকা প্রতিদিনের সিনিয়র রিপোর্টার এসএম দেলোয়ার হোসেনের ওপর দুর্বৃত্তের হামলায় উদ্বেগ প্রকাশ করছে ডিআরইউ।
মঙ্গলবার (১৫ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি ইলিয়াস হোসেন ও সাধারণ সম্পাদক কবির আহমেদ খান এক বিবৃতিতে এ ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানান।
বিবৃতিতে বলা হয়েছে, গত ৫ অক্টোবর, দুপুর আড়াইটার দিকে পেশাগত দায়িত্ব পালনের লক্ষ্যে নিজ বাসা থেকে কর্মস্থলে যাওয়ার সময় পূর্ব রসুলপুর রনি মার্কেটের সামনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মহিউদ্দিন, ফজল ইমনসহ ৪-৫ জন স্থানীয় বখাটে দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায় দেলোয়া হোসেনের ওপর। এ ঘটনায় তিনি কামরাঙ্গীরচর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন (যার নং- ৪৯২)।
ডিআরইউ নেতৃবৃন্দ, হামলাকারীদের দ্রুত সনাক্ত করে বিচারের মুখোমুখি করতে আইন-শৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা