দৈনিক ইনকিলাবের লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা সংবাদদাতা ও প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি কাজী মুহাম্মদ ইউনুছের বাসায় দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে।
শুক্রবার রাতে উপজেলার চরলরেন্স ইউনিয়নের করইতলা বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় চোর নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল নিয়ে যায়।
সাংবাদিক কাজী ইউনুছ জানান, শুক্রবার সন্ধ্যায় তার মা বাসা তালাবদ্ধ করে পার্শ্ববর্তী বাড়িতে অসুস্থ্য বোনকে দেখতে যান। এ সুযোগে চোর বাসার ভিতরে ঢুকে আলমিরা ভেঙ্গে নগদ টাকা, সাত ভরি স্বর্ণালঙ্কার ও একটি দামি ক্যমেরাসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়।
কমলনগর থানার উপপরিদর্শক (এসআই) মো. হান্নান জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চোরাই মাল উদ্ধারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা