ঢাকা সিটি নির্বাচনের দিন সংবাদ সংগ্রহ করতে গিয়ে ছাত্রলীগ নেতার হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন একটি পত্রিকার সংবাদকর্মী মোস্তাফিজুর রহমান। ওই ঘটনায় জড়িত থাকায় সংগঠন থেকে ওই নেতাকে বহিষ্কার করেছে ছাত্রলীগ।
আজ সোমবার সন্ধ্যায় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সই করা গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বহিষ্কৃত ওই নেতা হলেন ঢাকা মহানগর দক্ষিণের সহ–সভাপতি শহিদুল ইসলাম খান রিয়াদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ ফেব্রুয়ারি একটি অনাকাঙ্খিত ঘটনায় জড়িত থাকায় ও দলীয় শৃঙ্খলা ভঙের দায়ে ঢাকা মহানগর দক্ষিণের সহ–সভাপতি শহিদুল ইসলাম খান রিয়াদকে সংগঠন থেকে বহিষ্কার করা হল।
গত ১ ফেব্রুয়ারি সিটি নির্বাচন চলাকালীন সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন একটি অনলাই নিউজ পোর্টালের সংবাদকর্মী মোস্তাফিজুর রহমান সুমন। রক্তাক্ত অবস্থার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এঘটনায় ফেসবুকে অনেকে প্রতিবাদও জানিয়েছে। এছাড়াও ওইদিন জিসাদ ইকবাল নামে আরেকজন সংবাদিকও আহত হয়েছেন।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা