অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার ড. ফিরোজ আহমেদ নিজেই বিষয়টি নিশ্চিত করেন।
ফিরোজ আহমেদ করোনা সংক্রমিত হয়ে আজ নবম দিন এবং তার স্ত্রী সামিনা সুলতানা সপ্তম দিন পার করছেন। তারা উভয়েই ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক তারেক আলম এবং বাংলাদেশ মেডিকেল কলেজের অধ্যাপক রেদোয়ানুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন। প্রথমে তাদের গণস্বাস্থ্যের কিটে নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসলে পরবর্তীতে পিসিআর ল্যাবের পরীক্ষাতেও একই ফল আসে।
এ বিষয়ে ড. ফিরোজ আহমেদ বলেন, ‘করোনা উপসর্গ দেখা দিলে ২৬ মে গণস্বাস্থ্যের র্যাপিড টেস্টিং কিটে নমুনা পরীক্ষা করে করোনা পজিটিভ রেজাল্ট আসে। পরবর্তীতে পিসিআর ল্যাবে পরীক্ষাতেও আমি ও আমার স্ত্রী সামিনা সুলতানার একই ফলাফল পাই।’
সর্বশেষ অবস্থা সম্পর্কে ড. ফিরোজ বলেন, ‘শারীরিক ও মানসিকভাবে আমি ও আমার স্ত্রী শক্ত আছি। জটিল কোনো উপসর্গ নেই এখনো। হালকা জ্বর এবং ডায়রিয়া আছে। তবে কাশি নেই। সবাই আমাদের সুস্থতার জন্য দোয়া করবেন।’
প্রসঙ্গত, ড. ফিরোজ আহমেদ গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত র্যাপিড টেস্টিং কিটের অন্যতম উদ্ভাবক। ড. বিজন কুমার শীলের নেতৃত্বে গণস্বাস্থ্য কেন্দ্রে স্বল্প সময় ও স্বল্প মূল্যে করোনা শনাক্তকরণ কিট উদ্ভাবন কাজের সঙ্গে প্রথম থেকেই যুক্ত ছিলেন ফিরোজ আহমেদ।
fblsk
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা