অনলাইন ডেস্ক
সেদিন অস্ট্রেলিয়ার ৪৩৫ রানের লক্ষ্য তাড়া করে জয়ের পর ড্রেসিংরুম থেকে গ্রায়েম স্মিথ, এবি ডি ভিলিয়ার্সদের উচ্ছ্বাসের লাফ আজও টাটকা ক্রিকেটপ্রেমীদের কাছে।
ব্যাট হাতে সেদিন প্রোটিয়াদের সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন হার্সেল গিবস। ২১টি চার ও ৭টি ছক্কায় সাজানো গিবসের ১১১ বলে ১৭৫ রানের সেই অসাধারণ ইনিংস রয়ে গেছে ওয়ানডে ক্রিকেটে অন্যতম সেরা ইনিংস হিসেবে।
প্রথমে ব্যাট করতে নেমে সেদিন রিকি পন্টিং’য়ের ১০৫ বলে ১৬৪, মাইক হাসি, সাইমন ক্যাটিচ, অ্যাডাম গিলক্রিস্টদের অর্ধশতরানের ওপর ভর করে ৪৩৪ রান তুলেছিল ক্যাঙ্গারুবাহিনী।
জবাব দিতে নেমে অস্ট্রেলিয়ার সাজানো বাগান তছনছ করে সেদিন অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়েছিলেন ডাকাবুকো প্রোটিয়া ব্যাটসম্যান গিবস। এতদিন ক্যারিয়ারের অন্যতম মূল্যবান স্মারক হিসেবে নিজের কাছেই রেখেছিলেন সেই ব্যাটটি।
এবার ১৭৫ হাঁকানো সেই ঐতিহাসিক ব্যাটটি নিলামে তোলার ঘোষণা দিয়েছেন গিবস। শুক্রবার টুইটারে অটোগ্রাফ করা সেই ব্যাটের ছবি পোস্ট করে সেটা নিলামে তোলার কথা জানান সাবেক প্রোটিয়া ব্যাটসম্যান।
গিবসের টুইট
গিবসের টুইটের কিছুক্ষণের মধ্যেই তাকে শুভেচ্ছা জানান তৎকালীন কোচ মিকি আর্থার। তিনি লেখেন, ‘দারুণ কাজ হার্স। এটা মহামূল্যবান।’
উল্লেখ্য, চলতি সপ্তাহেই করোনা অর্থসাহায্যে আইপিএলে খেলা বিশেষ একটি ম্যাচের জার্সি-ব্যাট নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন গিবসের সাবেক সতীর্থ এবি ডি ভিলিয়ার্স।
করোনায় অর্থসাহায্যে ২০১৬ আইপিএলে গুজরাট লায়ন্সের বিরুদ্ধে স্মরণীয় ম্যাচের সংগৃহীত কিছু স্মারক বিরাট কোহলির সঙ্গে যৌথভাবে নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন ডি ভিলিয়ার্স। ওই ম্যাচে বিরাট-ডি ভিলিয়ার্সের পার্টনারশিপে সংগৃহীত ৯৬ বলে ২২৯ রান এখনও আইপিএলে সর্বাধিক রানের পার্টনারশিপ।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা