মার্কিন পপশিল্পী ও অভিনেত্রী লেডি গাগা। বিচিত্র ফ্যাশনের জন্য তিনি বেশ আলোচিত। ২০১৩ সালের বিশ্বখ্যাত ম্যাগাজিন ফোর্বসের ৪৫ বছরের কমবয়সী সবচেয়ে প্রভাবশালী নারীদের তালিকায় শীর্ষে জায়গা করে নেন তিনি।
বিশ্বসংগীতের সবচেয়ে বেশি বিক্রিত অ্যালবামের আলোচিত এই গায়িকা এবার নতুন করে আলোচনায় এসেছেন তার এক টুইটের কারণে।
মার্কিন গায়িকা লেডি গাগা তার মিউজিক ক্যারিয়ার নিয়ে এতই ব্যস্ত হয়ে পড়েছেন যে, শেষ কবে গোসল করেছেন, মনে নেই তার।
সম্প্রতি ব্যক্তিগত সহকারীর সঙ্গে মজাদার কথোপকথন নিজের টুইটার হ্যান্ডেলের মাধ্যমে প্রকাশ্যে আনেন গায়িকা। যেখানে তার সহকারী তাকে প্রশ্ন করে ‘শেষবার কবে গোসল করেছেন?’ উত্তরে লেডি গাগা বলেন, ‘আমার মনে পড়ে না।’
আমার বয়স ৩৭, উইকিপিডিয়ার তথ্য ভুল: জয়া আহসান (ভিডিও)
সাতটি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের মালিক তিনি। একটি অস্কার, নয়টি গ্র্যামি অ্যাওয়ার্ড, সং রাইটার্স হল অব ফেম অ্যাওয়ার্ড, আর্টিস্ট অব দ্য ইয়ার, উইম্যান অব দ্য ইয়ার, গ্রেটেস্ট উইম্যান ইন মিউজিক, টাইম ম্যাগাজিনের জরিপে বছরের সেরা প্রভাব বিস্তারকারী নারী-কী নেই তার অর্জনের ঝুলিতে।
বর্তমানে খুব ব্যস্ত সময় পার করছেন এই গায়িকা। তার কারণ খুব শিগগিরই বের হবে তার ষষ্ঠ অ্যালবাম। এই প্রকাশিতব্য অ্যালবাম ঘিরেই তার যত ব্যস্ততা।
গত ১৯ ডিসেম্বর টুইটারে অ্যাকাউন্টে ব্যক্তিগত সহকারীর সঙ্গে নিজের কথোপকথন তুলে ধরে ‘শ্যালো’ খ্যাত এই গায়িকা লিখেছেন, ‘আমার ব্যক্তিগত সহকারী জানতে চেয়েছিল, আপনি শেষ কবে গোসল করেছেন? আমি উত্তরে বলেছি, মনে নেই।’ এর পাশাপাশি হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, ‘এলজি৬’, যার অর্থ হলো-‘লেডি গাগার ষষ্ঠ অ্যালবাম’।
সন্তানদের পারফর্ম দেখতে স্কুলে শাহরুখ-ঐশ্বরিয়া (ভিডিও)
এর আগে চলতি মাসের শুরুতে ইউটিউবের নিকি টিউটোরিয়ালস চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে সৌন্দর্যবিষয়ক ব্র্যান্ড, ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে নানা পরিকল্পনার কথা শেয়ার করেন লেডি গাগা। ৪ ডিসেম্বর প্রকাশিত ওই ভিডিওতে লেডি গাগা বলেন, ‘আমি আরও গান চাই। এ জীবনে গান থেকে অবসরের কোনো পরিকল্পনা নেই। আমি আরও সিনেমায় অভিনয় করতে চাই। আমার মেকআপ কোম্পানি হাউস ল্যাবরেটরিজকে অনেক অনেক বড় দেখতে চাই। আর সন্তানের মা হতে চাই।’
এসব কবে হবে-জানতে চাইলে উত্তরে আত্মবিশ্বাসী গাগা বলেন, ‘আগামী ১০ বছরের মধ্যে।’
GLAM ROOM PALETTE NO. 1: FAME ⚡️ Out now at https://t.co/lfX4GLwMiF & https://t.co/u2QQBCGZpN pic.twitter.com/r0rbId3t6r — Lady Gaga (@ladygaga) December 7, 2019
GLAM ROOM PALETTE NO. 1: FAME ⚡️ Out now at https://t.co/lfX4GLwMiF & https://t.co/u2QQBCGZpN pic.twitter.com/r0rbId3t6r
— Lady Gaga (@ladygaga) December 7, 2019
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা