অনলাইন ডেস্ক
সরিষার ক্ষেতে হলুদের সমারোহ, তাতে মৌমাছির আনাগোণা। ক্ষেতের আশপাশে মৌচাষীরা হাজারেরও অধিক মৌ বাক্স নিয়ে সংগ্রহ করছেন মধু। জয়পুরহাট জেলায় এখন এমন সুন্দর দৃশ্যের দেখা মিলছে।
এসব মধু গুনে ও মানে ভালো হওয়ায় স্থানীয়দের চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। ফলে লাভবান হচ্ছেন মৌচাষীরা। আর, পরাগায়নের মাধ্যমে সরিষার ফলন বাড়ায় খুশি কৃষকও।
সরিষার মধু সংগ্রহ এবং এ সংক্রান্ত ব্যবস্থাপনায় সকল প্রকার সহযোগিতার আশ্বাস দিয়েছে জয়পুরহাট জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রাহেলা পারভীন।
মধু সংগ্রহের জন্য বিসিক থেকে নিয়মিত প্রশিক্ষণ, পরামর্শ ও আর্থিক সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানালেন বিসিকের জয়পুরহাটের উপ-ব্যবস্থাপক লিটন চন্দ্র ঘোষ। এদিকে, মাগুরা সদর ও শালিখা উপজেলার বিভিন্ন গ্রামে সরিষার ক্ষেতকে কেন্দ্র করে প্রায় ৩০টি মৌ-খামার গড়ে তুলেছেন খামারিরা। যেখানে দেড় হাজারেরও বেশি মৌ-বাক্স স্থাপন করা হয়েছে।
কৃষি বিভাগের দেয়া তথ্যমতে মাগুরা জেলায় এবছর ২০ হাজার ৫০ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। চলতি মৌসুমে মৌ খামার থেকে মধু সংগ্রহ করে লাভবান হচ্ছেন মৌচাষীরা। মাগুরার শালিখা উপজেলা পরিষদ থেকে মৌচাষীদের সহায়তা করা হচ্ছে বলে জানালেন উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন। সরিষার ক্ষেত ও আশপাশ থেকে মধু আহরণকে ঘিরে কর্মসংস্থান হচ্ছে অনেকের।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা