অনলাইন ডেস্ক
রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে শুক্রবার উদ্বোধন করা হলো এ বছরের হজ কার্যক্রম। এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২২ হাজার ২২১ জন হজ পালন করবেন। শনিবার দিবাগত রাতে বাংলাদেশ থেকে হজের প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে রওনা হবে।
এবারের হজ কার্যক্রমের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, সরকারের নেয়া নানা পদক্ষেপ বাস্তবায়ন হওয়ায় হজ যাত্রা ও হজ পালনের কার্যক্রম সহজ হয়েছে।
শেখ হাসিনা বলেন, অর্থনৈতিক উন্নয়নের কারণে বিশ্বে বাংলাদেশের সুনাম বেড়েছে। এই অগ্রগতি যাতে কেউ ব্যাহত করতে না পারে সেজন্য আল্লাহর দরবারে দোয়া চাইতে হাজীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
ইসলামের সঠিক চর্চা ও উন্নয়নে তার সরকার কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জঙ্গি ও সন্ত্রাসীদের কোন ধর্ম নেই। ধর্মের নামে কেউ যাতে এধরনের কর্মকাণ্ড না করে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।
হজ পালনের সময় সৌদি আরবে গিয়ে কেউ যাতে দেশের সুনাম ক্ষুন্ন না করে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা