২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে দেশে ফাইভ জি (৫জি) প্রযুক্তি চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ-সংক্রান্ত নীতিমালা প্রণয়নে কাজ চলছে। এক্ষেত্রে স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি বিবেচনা করা হবে।
বুধবার (১৩ নভেম্বর) জাতীয় সংসদে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার লিখিত প্রশ্নের জবাবে এ কথা বলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
তিনি জানান, মোবাইল কমিউনিকেশনের সর্বশেষ সংস্কার হলো ফাইভ-জি প্রযুক্তি। ইতোমধ্যে কোরিয়া, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, ইংল্যান্ডসহ বেশকিছু দেশে এ প্রযুক্তি চালু হয়েছে।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতা হেনা লাভলীর অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বেসরকারি মোবাইল অপারেটর গ্রামীণফোন লিমিটেড ও রবি আজিয়াটা লিমিটেডে প্রশাসক নিয়োগের প্রক্রিয়া চলমান।
তিনি বলেন, সরকারি রাজস্ব নিশ্চিত করার লক্ষ্যে বিটিআরসি কর্তৃক মোবাইল অপারেটরসমূহ নিয়মিত অডিট করা হয়। ইতোমধ্যে গ্রামীণফোন ও রবির অডিট কার্যক্রম সম্পন্ন হয়েছে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা