ডা. সিরাজাম মুনিরা : হেটে হেটে যাচ্ছিলাম অফিসের দিকে। আমি আর আমার সহকর্মী ডা. তাসনিনা ইয়াসমিন নিনা দুইজনেই মুখ ঢাকা মাস্ক দিয়ে। কিছুদূর যাওয়ার পর এক লোক অটো থেকে আমাদের দেখে জোরে হাচ্ছুউউ বলে চিৎকার করে উঠলো। প্যাটার্ন শুনে স্পষ্ট বুঝা যায় ইচ্ছাকৃত। ভাবছিলাম মানুষ কোন লেভেলের ‘জানোয়ার’ হলে এই রকম আচরণ করতে পারে।
ফেসবুক জুড়ে সতর্কবার্তা, টেলিভিশন, মোবাইলেও।এত কিছুর পরও মানুষের মধ্যে কোন আকার বিকার নেই।তারপরও আমাদের চেষ্টা করে যেতে হবে। ডেঙ্গুর সময় নিজে কয়েল,মশারি, এইসেই কিনে প্রটেক্ট হওয়া গেছে। কিন্তু এটা এমন রোগ যে একা ভাল থেকে চলবে না। আশেপাশের মানুষ সচেতন না হলে বিপদ একটুও কমবে না। সবাইকে নিয়েই ভাল থাকা লাগবে। চারিদিকে আক্রান্ত হওয়ার আতঙ্ক, বিশ্বের মৃত্যুর খবর এত কিছুর মধ্যেও ভাল লাগে যখন দেখি আগের থেকে সচেতনতা কিছুটা বেড়েছে। আজ রাস্তায় গত দুই দিনের থেকে বেশি মানুষকে মাস্ক পরিহিত অবস্থায় দেখেছি।
অফিসে ফিঙ্গার প্রিন্ট এটেন্ডেন্স আগেই বন্ধ হয়েছিল আজ অফিসের গেটে হাত ধোয়ার ব্যবস্থা দেখে ভাল লাগলো। সবার ঘরে বসে থাকা সম্ভব নয় তবে যাদের সম্ভব তারা ঘরে থাকুন। বাইরে বের হলে সতর্কতার সাথে চলুন। আর ঘরে বসে থাকা এই সময় কে নানা ভাবেই কাজে লাগাতে পারেন। হাতে বই না থাকলে অনলাইন থেকে পিডিএফ নামিয়ে নিন। ছোট বেলায় কোরআন পপড়েছিলেন, ভুলে গেছেন! ঝালিয়ে নিন। বাসার কাজে মাকে সাহায্য করুন, পরিবারের সবাইকে সময় দিন। মীনা তো তার প্রদীপের দৈত্য দিয়ে শিখিয়েছিল হাত কীভাবে ধুবেন। হাল আমলের জাদুর পাথরটা দেখেছেন?হাল আমল বললেও সেটা ইউনিসেফ এর চ্যানেলে আপলোড হয়েছে আট বছর আগে।
ভ্যালিড সোর্স ছাড়া কোন তথ্য বিশ্বাস করবেন না বা শেয়ার দিবেন না।যখন এপোস্ট লিখছি তখন পৃথিবীতে করোনায় মৃত্যুর সংখ্যা ১৫,৪০৮ জন। পরবর্তী টার্গেট আপনি, আমি যে কেউ হতে পারে। এলোমেলো শেয়ার না দিয়ে নিজে দেখে নিন https://www.worldometers.info/coronavirus/ এই লিংক থেকে ।
সরকার কী দিলো না দিলো বলে চেঁচামেচি করে লাভ নেই। আমার কিছু হলে ক্ষতি আমার আপনজনদের।তাই নিজেদের ভাল নিজেরা দেখি। অনেক চিন্তার মাঝেও কিছু জিনিস দেখলে হাসি পায়। স্বপ্নে প্রাপ্ত,অমুক পাতা,তমুক পাতা টাইপ মানুষের অভাব নাই । ফেসবুকে পাওয়া প্রেস্ক্রিপশন থেকে নিজে নিজে ওষুধ খাওয়ার চেষ্টা না করি। প্রতিবেশী দেশে কীভাবে করোনা তাড়াচ্ছে জানেন? https://www.facebook.com/100033091551573/posts/210397380073312/ মন ভাল হয়ে যাবে ।???
পরিচ্ছন্ন থাকি আর সব সময় আল্লাহর কাছে সাহায্য চাই। দাওয়া ও দোয়া দুটোই আমাদের প্রয়োজন। মনটাকে কাজ দিন। ভাল থাকুন,ভাল রাখুন।
# ডা. সিরাজাম মুনিরা, লেখক, প্রভাষক, ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল।
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
সুন্দর উপস্থাপন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা