অনলাইন ডেস্ক
শনিবার (২০ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন তিনি। এর আগে, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নেতা হাবিবুর রশিদ হাবিবের মুক্তির দাবিতে নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করার চেষ্টা করে দলটির নেতাকর্মীরা। কিন্তু পুলিশ তাদের মিছিল করতে দেয়নি। জব্দ করা হয় মাইক।
বিএনপির এ নেতা অভিযোগ করেন, অপরাধ না করেও শুধু গণতন্ত্রের পক্ষে অবস্থান করায় বিএনপি নেতাকর্মীদের কারগারে নেয়া হচ্ছে। এসব করে সরকার নিজেদের পতন ঠেকাতে পারবে না।
সংক্ষিপ্ত সমাবেশে রুহুল কবির রিজভী আহমেদ বলেন, বর্তমান সরকারপ্রধানের নামে একাধিক চাঁদাবাজির মামলা থাকলেও সেগুলো প্রত্যাহার করে নেয়া হয়েছে।
এদিকে, অনুমতি না থাকায় বিএনপিকে মিছিল করতে দেয়া হয়নি বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের এডিসি আবুল হাসান।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা