অনলাইন ডেস্ক
কুষ্টিয়ায় এ বছর আমন ধানের ভালো ফলন হয়েছে। এখন কৃষকরা ব্যস্ত ধান কাটা ও মাড়াইয়ের কাজে। তাদের কাছ থেকে ধান কিনতেও প্রস্তুত সরকার। তবে সরকার নির্ধারিত মূল্যে সন্তুষ্ট নন কৃষকরা।
কৃষকরা বলছেন, বাজারে এক মন ধানের বর্তমান মূল্য প্রায় ১৪শ টাকা। অথচ সরকার সেখানে আরও কম দেয়ার কথা জানিয়েছে। ফলে সরকারের কাছে ধান বিক্রি নিয়ে চিন্তায় তারা।
সরকার নির্ধারিত দামে চাল বিক্রি করলে ক্ষতি হবে বলে জানিয়েছেন চালকল মালিকরাও। তারা জানিয়েছেন, ধান থেকে চালে রূপান্তর করতে যে খরচ হবে সরকার তার থেকে ৩ টাকা কম দামে চাল কিনবে।
তবে ন্যায্য দামেই ধান ও চাল কেনা হচ্ছে বলে মনে করেন কুষ্টিয়া জেলা খাদ্য কর্মকর্তা আল ওয়াজিউর রহমান। কৃষক ও চালকল মালিকরা লাভবান হবে বলেও আশাবাদী তিনি।
চলতি বছর কুষ্টিয়া থেকে ১৯ হাজার ১০০ মেট্রিক টন সিদ্ধ চাল, ৬ হাজার ৭০০ মেট্রিক টন ধান ও ১ হাজার ৬০০ মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ১৭ই নভেম্বর থেকে ২৮শে ফেব্র“য়ারি পর্যন্ত চলবে সংগ্রহ কার্যক্রম।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা