দায়িত্ব পালনকালে মুখে মাস্ক ব্যবহার করার জন্য সকল সরকারি কর্মকর্তা-কর্মচারিকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
এছাড়া দেশের প্রত্যেক উপজেলা থেকে অন্তত দুজন করে সন্দেহভাজন ব্যক্তির নমুনা পরীক্ষার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
এর আগে গত মঙ্গলবার সর্বশেষ ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাস প্রতিরোধে ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে গুরুত্বারোপ করেছিলেন।
ওই দিন দেশের ৬৪ জেলার জেলা প্রশাসকদের সঙ্গে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী বলেছিলেন, নিজের সুরক্ষা নিজেকেই নিতে হবে।
কেউ এটা দিয়ে যাবে না। নিজের ভালোটা নিজেকেই বুঝতে হবে। তিনি বলেন, এটা কেউ না বুঝলে তাঁর নিজেরই ক্ষতি হবে। পরিবারের ক্ষতি হবে, প্রতিবেশির ক্ষতি হবে।
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা