সুষ্ঠু দাপ্তরিক কাজের জন্য সরকারি উদ্যোগে গভর্নমেন্ট এন্টারপ্রাইজ রিসোর্সেস প্ল্যানিং (জিইআরপি) চালুর উদ্যোগ গ্রহণ করেছে। বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং দপ্তরের কর্ম সম্পাদনে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং দ্রুত সম্পাদনের জন্য সরকারের নিজস্ব অর্থায়নে বাংলাদেশ ই-গভর্নমেন্ট ইআরপি (এন্টারপ্রাইজ রিসোর্সেস প্ল্যানিং) প্রকল্পের মাধ্যমে এই প্রথম ইআরপি সফটওয়্যার ডেভেলপমেন্ট চলছে।
ইতিমধ্যে প্রকল্পের ৯টি মডিউলের মধ্যে ইতিমধ্যে ৪টি মডিউল- মিটিং ম্যানেজমেন্ট, ইনভেন্টরি, এসেস ম্যানেজমেন্ট এবং প্রকিউরমেন্ট এর বিটা ভার্শন ডেভেলপমেন্ট সম্পন্ন হয়েছে।
এ উপলক্ষে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের উদ্যোগে সোমবার (২ ডিসেম্বর) একটি অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ৪টি মডিউল উপস্থাপন করে এর সম্পূর্ণ ব্যবহার দেখানো হয়। সভায় জানানো হয় যে, মডিউলগুলি ইতিমধ্যে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ডাটা সেন্টারে স্থাপন করা হয়েছে এবং খুব শীঘ্রই বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে অবস্থিত ক্লাউড সার্ভারে স্থানান্তর করে ব্যবহারের প্রক্রিয়া শুরু হবে।
সভায় ডেভেলপার প্রতিষ্ঠান কোক্রিয়েটস লিমিডের সিইও মোস্তাফিজুর রহমান ইআরপি এর উল্লেখিত মডিউলগুলির বিস্তারিত তথ্য উপস্থাপন করে বলেন, মডিউলগুলিতে সরকারের মন্ত্রণালয় এবং দপ্তরের প্রয়োজনীয় সবকিছু অন্তর্ভুক্ত করা হয়েছে এগুলোর ব্যবহারের ফলে সরকারের বিভিন্ন দফতরের নানা ধরণের কার্যাবলী অতি দ্রুত এবং সহজে স্বচ্ছতার সাথে সম্পাদন করা সম্ভব হবে।
সভায় উপস্থিত এটুআই এর প্রতিনিধিবৃন্দ মডিউলগুলোর কার্যকারিতা দেখে সন্তোষ প্রকাশ করেন এবং সফটওয়্যারের বাস্তবায়নে তাদের পূর্ব অভিজ্ঞতা প্রদান করে মডিউলগুলোর বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করার আশাবাদ ব্যক্ত করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ডাটা সেন্টারের পরিচালক তারেক এম বরকতউল্লাহ। তিনি জানান, ইতিপূর্বে বাংলাদেশের সরকারী ও বেসরকারী বিভিন্ন সংস্থা ওরাকল এবং এসএপি র মত বিদেশী কোম্পানীর ইআরপি ক্রয় করে কাস্টমাইজ করলেও তা ছিল সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল। এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ সরকারের জন্য সম্পূর্ণ দেশীয় প্রতিষ্ঠানের মাধ্যমে নিজস্ব ইআরপি তৈরী করায় তা এদেশের অফিস সমূহের কার্যপ্রক্রিয়া সম্পাদনের জন্য অধিকতর উপযোগী এবং অর্থ সাশ্রয়ী হওয়ার পাশাপাশি দেশীয় মানব সম্পদ উন্নয়নে ভূমিকা রাখবে।
তিনি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে অবস্থিত ক্লাউড সার্ভারে মডিউলগুলি স্থানান্তর করার জন্য নির্দেশনা প্রদান করেন এবং মত প্রকাশ করেন, এর মাধ্যমে সফটওয়্যারের প্রক্রিয়াকরনের সময় কমবে এবং স্টেবিলিটি বাড়বে।
সভায় আরো ছিলেন প্রকল্প পরিচালক আশোক কুমার রায়, সফটওয়্যার ডেভেলপার প্রতিষ্ঠান কোক্রিয়েটস এবং সিনেসিস আইটির পরিচালক এবং ডেভেলপার, এটু আই, বুয়েট এবং প্রকল্পের নমিনেটেড পরামর্শকগণ।
ফেসবুক পেজ :
আরও পড়ুন : প্রাঙ্গণেমোর দুই বাংলার নাট্যমেলা শুরু হচ্ছে ৬ ডিসেম্বর
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা