ঠিক যে কারনে আপনাকে মসজিদে যেতে বারন করা হচ্ছে যে কারনে বাজার, সিনেমা হল, রেষ্টুরেন্ট, বাসস্টেশন, রেলস্টেশন বিমানবন্দর এ যেতে নিষেধ করা হচ্ছে ঠিক একই কারনে আপনাকে হাসপাতাল বা ডাক্তারখানায় একান্ত জরুরী কারন ছাড়া যেতে নিষেধ করা হচ্ছে। আপনাদের জানা দরকার চিকিৎসা কেন্দ্র covid 19 ছড়ানোর জন্য উৎকৃষ্ট জায়গা। আপনারা হয়তো বুঝতে পারছেন না আপনি চিকিৎসা নিতে গিয়ে নিজেই covid 19 এ আক্রান্ত হতে পারেন। আপনি যে waiting রুমে বসে আছেন সেখান অনেক covid 19 রুগী বা বাহনকারী থাকতে পারেন বা আপনি নিজে আরেক জনকে সংক্রমিত করে আসতে পারেন। যে চিকিৎসক আপনাকে পরীক্ষা করছেন তিনিও আপনাকে সংক্রমিত করতে পারেন। উনিও আরও অনেক রুগীর সংস্পর্শে আসছেন। আজকে যদি জানতে পারেন ওমুক ডাক্তার ৫০ জন রুগীকে সংক্রমিত করেছেন বা ঐ ডাক্তারখানায় যে ২০০ জন চিকিৎসা নিতে গিয়েছিলো তার ৫০ জনই covid 19 এ আক্রান্ত হয়েছেন তখন আপনি ডাক্তার এর লাইসেন্স বাতিল চাইবেন,না জেলে পুরতে চাইবেন? তার আগেই আপনার বা আপনার পরিবারের যা হবার তাই হয়ে যাবে।সুতরাং অনুগ্রহ করে খুব জরুরী না হলে outdoor বা private chamber এ যাবেনা বা কাউকে যেতে উৎসাহিত করবেন না। এই বিষয়টা অনির্দিষ্টকালের জন্য নয়।সম্ভবত ২/৩ সপ্তাহের জন্য বা সর্বোচ্চ ৪ সপ্তাহ ।অনুগ্রহ করে ধৈর্য ধরুন। এটা ভারতসহ পৃথিবীর সবদেশেই কার্যকর করা হয়েছে । বিষয়টা জনস্বার্থের । চিকিৎসকের ব্যক্তিগত বিষয় নয়।
অধ্যাপক ডা. জাফর খালেদ, চেয়ারম্যান চক্ষু বিজ্ঞান বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এর ফেসবুক থেকে নেয়া।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা