বলিউড অভিনেত্রী সারা আলী খান ও কার্তিক আরিয়ানের সম্পর্কে ভাঙন ধরেছে। এখন আর সম্পর্কে নেই তারা।
প্রথম দেখায় ভালোলাগা তারপর প্রেম। বলিউডের সেলিব্রেট জুটি সারা ও কার্তিকের প্রেমের সম্পর্ক অনেকটা এভাবে শুরু হয়।
চলতি বছরের শুরু থেকে তাদের প্রেমের সম্পর্ক বলিউড পাড়ায় চাউর হয়। গণমাধ্যমে বিষয়টি চর্চা হয়। যার ফলে তারা আর তাদের প্রেম গোপন রাখতে পারেননি।
প্রথম দিকে তারা একে অপরকে শুটিংয়ের ফাঁকে সময় দিতে পারলেও এখন আর সেটা পারছেন না। দু’জনের বলিউড ক্যারিয়ার এখন উর্ধ্বমুখী।
সিনেমার সংখ্যা বেড়েই চলেছে। এই কারণে সারা ও কার্তিক তাদের প্রেমের সম্পর্কের ইতি টেনেছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে নিজেদের ক্যারিয়ার নিয়ে অনেক ব্যস্ত সারা আলি খান এবং কার্তিক আরিয়ান।
বরুণ ধাওয়ানের সঙ্গে বর্তমানে ‘কুলি নম্বর ওয়ান’ সিনেমার রিমেকের শুটিং শুরু করেছেন সারা আলি খান। অন্যদিকে কার্তিক ব্যস্ত ‘পতি পত্নী অউর ও’ সিনেমার প্রচারে। পাশাপাশি ‘ভুলভুলাইয়া টু’ ও ‘দোস্তানা টু’র শুটিং নিয়েও কার্তিক ব্যস্ত রয়েছেন।
ফলে শুটিং সেরে একে অপরকে কোনোভাবেই সময় দিতে পারছেন না সারা আলি খান ও কার্তিক আরিয়ান। সেই কারণেই দুজনে সম্পর্কে ভাঙন ধরেছে।জিনিউজ।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা