অনলাইন ডেস্ক
এর আগে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় ডিএমপি কমিশনারের সাথে সাক্ষাৎ করেন বিএনপির কেন্দ্রীয় নেতাদের ছয় সদস্যের প্রতিনিধি দল। প্রায় দুই ঘণ্টা বৈঠক শেষে তারা সাংবাদিকদের এসব কথা জানান।
বিএনপি নেতারা বলেন, দলের সিদ্ধান্ত হলো সোহরাওয়ার্দীতে সমাবেশ হবে না। অন্যদিকে পুলিশ রাস্তায় সমাবেশ করতে দেবে না। তাই বিকল্প জায়গা হিসেবে কমলাপুর স্টেডিয়াম ও মিরপুর বাঙলা কলেজের প্রস্তাব নিয়ে আলোচনা করা হয়েছে। আজ রাতে জায়গাগুলো পরিদর্শন করবেন বিএনপির সিনিয়র নেতারা। একই সাথে স্থানগুলো পরিদর্শন করা হবে পুলিশের পক্ষ থেকেও।
ডিএমপি ডিবির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ জানান, বিকল্প স্থান হিসেবে মাঠে সমাবেশ করতে চাইলে পুলিশের পক্ষ থেকে কোনো বাধা দেয়া হবে না। দুটি বিকল্প স্থান নিয়েই আমরা একমত হয়েছি। এখন এ দুটি স্থান আমরাও পরিদর্শন করবো, তারাও (বিএনপি নেতারা) দেখবেন। এরপর এ দুটি স্থানের মধ্যে যেকোনো একটি নির্ধারিত হবে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা