অনলাইন ডেস্ক
কৌতুক অভিনেতা থেকে প্রেসিডেন্ট হওয়া ৪৪ বছরের জেলেনস্কি ২০২০ সালে টাইমস অব ইসরায়েলকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন,তিনি ‘সাধারণ ইহুদি ধর্ম লালন’ করেন। এর ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, ‘সোভিয়েত ইউনিয়নের বেশিরভাগ ইহুদি পরিবার ধার্মিক ছিল না।’
ওই সময় ধর্মকে তিনি নিতান্তই একটি ব্যক্তিগত বিষয় হিসাবে বর্ণনা করেছিলেন।
তবে গত ২৪ ফেব্রুয়ারি থেকে রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার পর থেকে, জেলেনস্কি ইউক্রেনের পক্ষে সমর্থন জোগাড় করতে সামাজিক যোগাযোগমাধ্যমে ইহুদিবাদের দোহাই দিয়ে যাচ্ছেন।
বুধবার বাবি ইয়ারের পাশে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল রাশিয়া। এই স্থানটিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিরা ৩০ হাজারের বেশি ইহুদিকে গুলি করে হত্যা করেছিল।
রুশ হামলার পর জেলেনস্কি এক পোস্টে ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, ‘আমি এখন বিশ্বের ইহুদিদের প্রতি আহ্বান জানাচ্ছি- আপনারা কি দেখতে পাচ্ছেন না এখানে কী ঘটছে? এই কারণেই বিশ্বের লাখ লাখ ইহুদির জন্য এই ধরনের দৃশ্য দেখে চুপ না থাকা গুরুত্বপূর্ণ। কারণ নাৎসিবাদের জন্ম হয়েছিল নীরবতার মধ্যে।’
জেলেনস্কির মন্তব্য ইহুদিদের মধ্যে, বিশেষ করে ইসরায়েলের মধ্যে ইউক্রেনীয়দের জন্য সমর্থন বাড়ানোর প্রয়াস বলে মনে করা হচ্ছে। কারণ কিয়েভে হামলার পরও ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট মস্কোর সাথে নিরাপত্তা সম্পর্ক রক্ষা করতে রাশিয়ার বিরুদ্ধে মন্তব্য বা নিন্দা করার বিষয়টি এড়িয়ে গেছেন।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা