পথচলার ১ বছর
রঙে রঙে তারায় তারায় ভরে উঠেছিল বেইলি রোডের অফিসার্স ক্লাব। কেউ ফুল হাতে, কেউ কেক, কেউবা ফলের ডালি নিয়ে এসেছিলেন দৈনিক সময়ের আলোর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানাতে।
দেশের ক্রীড়া, প্রযুক্তি, সংস্কৃতি, চলচ্চিত্রসহ নানা অঙ্গনের তারকাদের উপস্থিতিতে সোমবার সারাদিন মুখর আনন্দে সরগরম ছিল অনুষ্ঠানস্থল। আলো, ফুল ও রঙের বহুমাত্রিক ব্যবহারে সাজানো হয়েছিল অফিসার্স ক্লাবের হলঘর।
কয়েক হাজার অতিথির জন্য ছিল বর্ণিল আয়োজন। ঢুকতেই উষ্ণ অভ্যর্থনায় অতিথিদের বরণ করেন সময়ের আলোর নিবেদিতপ্রাণ সাংবাদিকবৃন্দ।
আমিন মোহাম্মদ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান জাতীয় দৈনিক সময়ের আলো কর্তৃক আয়োজিত এ প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত ছিলেন ব্যাবসা ও আর্থিক খাতের প্রতিনিধিসহ ছোট পর্দার অনেক অভিনেতা-অভিনেত্রী ও নির্মাতারা।
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ দৈনিক সময়ের আলো পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার সময় পত্রিকাটির শতবর্ষী জীবন কামনা করে বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার গণমাধ্যমের স্বাধীনতা ও বহুমাত্রিক সমাজে বিশ্বাসী। আমরা মনে করি, বিতর্কভিত্তিক সমাজব্যবস্থার মাধ্যমে দেশকে বহুদূর এগিয়ে নেওয়া সম্ভব। বাংলাদেশের গণমাধ্যম অনেক উন্নত দেশের তুলনায় অনেক বেশি স্বাধীনভাবে কাজ করছে, স্বাধীনতা ভোগ করছে। যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন গণমাধ্যমের বরং এই স্বাধীনতা ছিল না।’
বুবলী এখন কোথায়!
আরও উপস্থিত ছিলেন যারা : নৌ পরিবহন প্রতিমন্ত্রী কে এম খালিদ মাহমুদ চৌধুরী, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান ও সংস্কৃতি প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ। সাবেক প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি, আওয়ামী লীগের দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ দফতর সম্পাদক সায়েম খান, কুমিল্লা জেলা (উত্তর) আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন।
জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদসের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি, প্রেসিডিয়াম সদস্য আবু হোসেন বাবলা এমপি, অতিরিক্ত মহাসচিব এটি ইউ তাজ রহমান, বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তাফা ভূঁইয়া, এনডিপি মহাসচিব মনজুর হোসেন ইসা, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা সাইফুদ্দিন আহমেদ মনি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সাবেক এমপি শিরীন সুলতানা, সহ সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবু, ছাত্রদলের সাবেক সহ সভাপতি এস এম জাহাঙ্গীর হাসান। জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, সহ সভাপতি তানিয়া রব, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, জাতীয় ঐক্যফ্রন্ট ও গণফোরাম নেতা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।
শিক্ষা : শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশনস স্টাডিজের শিক্ষক বিমল গুহ, গ্রাফিক আর্টস ইন্সটিটিউটের অধ্যক্ষ ইঞ্জি. নীহার রঞ্জন দাস, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক আবুল কাশেম শিকদার, ইস্টার্ণ ইউনির্ভাসিটির পরিচালক আব্দুল করিম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির পক্ষ থেকে জনসংযোগ কর্মকর্তা শহীদুল ইসলাম শিমুল ও গৌতম কুমার কুন্ডু, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউর্ভাসিটির জনসংযোগ বিভাগের উপ পরিচালক আবু সাদাত, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের উপ ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান, সাউথইস্ট ইউনির্ভাসিটির জনসংযোগ কর্মকর্তা মো. শাহজাদুল ইসলামসহ প্রমুখ।
গণমাধ্যম নেতৃবৃন্দ : প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও ডিবিসির চেয়ারম্যান ইকবাল সোবহান চোধুরী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তরের সম্পাদক সাইফুল ইসলাম, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক জাফর ওয়াজেদ, জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ওমর ফারুক ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন। বাংলাদেশ জার্নালের সম্পাদক শাহজাহান সরদার, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ, সহ সভাপতি এম. এ. কুদ্দুস, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু ও । ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিকুল ইসলাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক হেলেমুল আলম বিপ্লব, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী (শুভ)। ইকোনমিক রিপোর্টাস ফোরামের (ইআরএফ) পক্ষ থেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) সভাপতি আবুল খায়ের, ডিফেন্স জার্নালিস্ট এসোসিয়েশন, ঢাকাস্থ রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতি, রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, তিতুমীর কলেজ, ঢাকা কলেজ ও স্ট্যামফোর্ড সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ। এছাড়া প্রিন্ট মিডিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা জানান, ডেইলি স্টার, বাংলাদেশ প্রতিদিন, কালের কন্ঠ, সমকাল, দেশ রূপান্তর, দৈনিক মানব জমিন, দৈনিক নয়া দিগন্ত, দৈনিক ইনকিলাব, দৈনিক আমাদের সময়, দৈনিক ইনডিপিনডেন্ট , খোলা কাগজসহ বিভিন্ন গণমাধ্যম।
ক্রিকেটারকে বিয়ে করছেন আনুশকা শেঠি!
সশস্ত্র বাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে শুভেচ্ছা: পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) অতিরিক্ত আইজি (পলিটিক্যাল) মাহবুব হোসেন ও এসবির ডিআইজি (পলিটিক্যাল) এ এফ এম নাফিউল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে যোগ দিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন পুলিশ সদর দফতরের ডিআইজি (এইচআর ও মিডিয়া) এস এম রুহুল আমিন। অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে আরও আসেন পুলিশ সদর দফতরের এআইজি (কমিউনিটি পুলিশিং) সহেলী ফেরদৌস, পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা, পুলিশ সদর দফতরের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা এ কে এম কামরুল আহছান, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক সুজয় সরকার। আরও উপস্থিত ছিলেনÑ আন্ত:বাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক মো. নূর ইসলাম, সহকারী তথ্য অফিসার এসএম শামীম আলম, বাংলাদেশ নৌবাহিনী গোয়েন্দা পরিদফতর, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতর (ডিজিএফআই) ও বাংলাদেশ কোস্টগার্ডের কর্মকর্তারা।
আইনজীবী : ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোতাহার হোসেন সাজু, সুপ্রিম কোর্টের আইনজীবী জে আর খান রবিন।
ব্যাবসা ও আর্থিক খাতের প্রতিনিধিঃ
বসুন্ধরা গ্রুপের মিডিয়া উপদেষ্টা আবু তৈয়ব, রুপায়ন গ্রুপের ভাইস চেয়ারম্যান ও দেশ রুপান্তরের প্রকাশক মাহির আলী খাঁন রাতুল, আমিন মোহাম্মদ গ্রুপের সিনিয়র নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার আমিনুল করিম সিদ্দিকী ও গাজী আমানুজ্জামান, নির্বাহী পরিচালক সৈয়দ তেলায়েত হোসেন ও ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন আহমেদ, পরিচালক ডা. এম এ ওহাব, ফয়সাল এম রানা ও মোহাম্মদ তানভিরুল ইসলাম। আকাশ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম শিমুল, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান খাজা মিয়া, বিকেএমই’র পক্ষে প্রথম সহ সভাপতি মোহাম্মদ হাতেম, বিশিষ্ট ব্যবসায়ী নাঈম চৌধুরী , আইসিবি ইসলামি ব্যাংকের পরিচালক ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম. রুহুল আমিন, স্থলবন্দর কতৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী, ইনটেক প্রপার্টিজের এমডি ফখরুল ইসলাম, জনসংযোগ সমিতির পক্ষে সাধারণ সম্পাদক মনিরুজ্জামান টিপু, রিহ্যাবের জনসংযোগ বিভাগের প্রতিনিধিবৃন্দ, বাংলালিংকের করপোরেট যোগাযোগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক আংকিত সুরেকা, মার্কেন্টাইল ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা, পদ্মা ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা ফারিয়া মিশু ও সামিনা রশ্নী, সোশ্যাল ইসলামি ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান মনিরুজ্জামান টিপু, আশরাফ জুয়েলার্স এর সত্তাধিকারী মো. রফিকুল ইসলাম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মিডিয়া পরামর্শক আবু ফাত্তাহ, বিসিএস পাবলিক ওয়াকার্স ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের সভাপতি খালিদ হোসাইন ও সাধারণ সম্পাদক শওকত উল্লাহ, বেসিক ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা হারুন অর রশিদ, সাউথবাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংকের পক্ষ থেকে জনসংযোগ বিভাগের প্রধান আসাদুল্লাহিল গালিব, স্টান্ডার্ড ব্যাংকের জনসংযোগ প্রধান মেজবা উদ্দিন,প্রাইম ব্যাংকের জনসংযোগ প্রধান আরিফ হোসেন, বাংলাদেশ কমার্স ব্যাংকের নাজমুল করিম সিদ্দিকী, জনতা ব্যাংকের সহকারি মহাব্যবস্থাপক (জনসংযোগ) আবুল কালাম আজাদ, কর্মসংস্থান ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা শফিউল ইসলাম খান, কমিউনিটি ব্যাংকের সালওয়া রহমান, দি তুর্কী এসোসিয়েট লি:-এর এমডি মো. শাহাব উদ্দিন, সানজি গ্রুপের পরিচালক ইঞ্জি. আবু তাহের, ডিকন ডিজাইন’স স্টুডিও’র ম্যানেজিং পার্টনার আর এ লিমন, প্রিয়ামপি রেস্টুরেন্টের সত্ত্বাধীকারী খাদেমুল ইসলাম, রংধনু গ্রুপের হেড অব ব্রান্ড শাহেদ আল কামাল ও হেড অব অপারেশন হাসিবুল ইসলাম, প্রচীতির এমডি সাবিনা ইয়াছমিন, এ্যাড প্লাসের মিডিয়া মেনেজার মো. বুলবুল আহমেদ, সারা এডর্ভাইজিংয়ের এমডি ইঞ্জিনিয়ার জাকির হোসেন, গাংচিল এডভারটাইজিংয়ের প্রশান্ত কুমার ধর, গাংচিল লিমিটেডের মনিরুজ্জামান মাসুদ ও ইসমাইল আমিন, স্বপ্নের কমিউনিকেশন প্রধান আফতাব উল করীম তানিম, বিশিষ্ট ব্যাবসায়ী এস কে চৌধুরী, ল্যাব এইড হাসাপাতালের হেড অব অপারেশন মো. আলমগীর ও পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের ডিরেক্টর কাইয়ুম খানসহ প্রমুখ । লেখকবৃন্দের শুভেচ্ছাঃ কবি ও প্রাবন্ধিক বিমল গুহ, অর্থনীতিবিদ ড. মোহাম্মদ বাকি চৌধুরী নবাব, কথাসাহিত্যিক অরূপ তালুকদার, কথাসাহিত্যিক ইসহাক খান, অধ্যাপক কবি প্রাবন্ধিক বাবুল আনোয়ার, কবি নাহার আহমেদ, কবি শ ম শামসুল ইসলাম, কবি সাখাওয়াত টিপু , ভারত থেকে আগত কবি নৃপেন চক্রবর্তী, স্বরূপ মন্ডল ও সোমনাথ রায়, শিশু সাহিত্যিক ও গবেষক মোস্তফা হোসেইন, কথাসাহিত্যিক দীলতাজ রহমান ,কবি ও কথাসাহিত্যক শারমিন সুলতানা রীনা, শিশু সাহিত্যিক অদ্বৈত মারুত প্রমুখ।
বিনোদন : সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, নাট্য ব্যাক্তিত্ব আবুল হায়াত, অভিনেতা উজ্বল, অভিনেত্রী রোজিনা, সংগীতশিল্পী ফেরদৌস আরা, চিত্রনায়ক ওমর সানী, চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, অভিনেতা আজিজুল হাকিম,অভিনেত্রী অরুণা বিশ্বাস, কণ্ঠশিল্পী ফকির আলমগীর, কন্ঠশিল্পী আগুন, গীতিকার ও সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ, সংগীতশিল্পী তপন চৌধুরী, গীতিকার শহীদুল্লাহ ফরায়জী, সংগীত পরিচালক ফরিদ আহমেদ, অভিনেতা আনিসুর রহমান মিলন, অভিনেত্রী শাহনাজ খুশী, চিত্রনায়িকা পূজা চেরি, চিত্রনায়িকা কেয়া, অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেতা আব্দুন নূর সজল, চিত্রনায়িকা নিশাত সালওয়া, সংগীত শিল্পী ইউসুফ, অভিনেতা ইয়াশ রোহান, অভিনেত্রী শিল্পী সরকার অপু, অভিনেত্রী ও মডেল পিয়া জান্নাতুল, অভিনেত্রী শানারৈই দেবী শানু, অভিনেত্রী ফারজানা ছবি, নির্মাতা অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী সোহানা সাবা, অভিনেত্রী মৌটুসী বিশ্বাস, অভিনেত্রী সুষমা সরকার, অভিনেতা শাহেদ আলী সুজন, অভিনেতা ডি এ তায়েব, অভিনেতা ও নির্মাতা নাদের চৌধুরী, নির্মাতা অনন্য মামুন টিম, অভিনেতা কল্যান কোরাইয়া, গীতিকার ও সংগীত শিল্পী শফিক তুহিন, কন্ঠশিল্পী সাব্বির জামান, উপস্থাপিকা ফারহানা নিশো, উপস্থাপক আনজাম মাসুদ, উপস্থাপক খন্দকার ইসমাইল, চিত্রপরিচালক সোহানুর রহমান সোহান, নির্মাতা মোস্তফা কামাল রাজ, শিশুশিল্পী রাইসা, সংগীতশিল্পী জান্নাত পুষ্প, নির্মাতা হাবিবুল ইসলাম হাবিব, অভিনেতা সিয়াম নাসির, চিত্রনায়ক নিরব, সংগীতশিল্পী লোপা হোসাইন, ক্ষুদে গানরাজ অনন্যা আচার্য্য, সেরা কন্ঠশিল্পী তিন্নি, সংগীত শিল্পী খন্দকার বাপ্পী, মডেল প্রিয়তী, চিত্রপরিচালক জাকির হোসেইন রাজু, চলচ্চিত্র নির্মাতা শাহ মোহাম্মদ সংগ্রাম, চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি অভিনেতা মিশা সওদাগর, চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারন সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান, চিত্রনায়ক আলেকজান্ডার বো, চিত্রনায়ক জয় চৌধুরী, অভিনেতা শাহেদ শরীফ খান, ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা, অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি, পরিচালক ও অভিনেতা নাদের চৌধুরী, চিত্রনায়ক সম্রাট, স্ট্যান্ড আপ কমেডিয়ান ইশতিয়াক নাসির, সঞ্চালক ও চিত্রনাট্যকার রুম্মান রশীদ খান, নির্মাতা গাজী মাহবুব, সংগীত শিল্পী ইমরান হোসেন, নির্মাতা সাইফ চন্দন, চিত্রনায়িকা রাহা তানহা খান, অভিনেত্রী শানু, অভিনেত্রী রোমানা স্বর্ণা, অভিনেতা গাজী আব্দুন নূর, নাট্য নির্মাতা দিপু হাজরা, অভিনেতা মিলন ভট্টাচার্য, চিত্রশিল্পী কাজী যোবায়ের মাহমুদ, অভিনেতা হারুন রশিদসহ প্রমুখ।
ক্রীড়াঙ্গন : বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রতিনিধিদল। এসেছিলেন এসএ গেমসে তিনটি সোনাজয়ী এবং ২০২০ টোকিও অলিম্পিকে সরাসরি অংশগ্রহণের যোগ্যতা অর্জন করা তীরন্দাজ রোমান সানা। আরও এসেছিলেন তীরন্দাজিতে জাতীয় চ্যাম্পিয়ন রাম কৃষ্ণ সাহা। বাংলাদেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলরক্ষক এবং সবশেষ সাফজয়ী দলের সদস্য আমিনুল হকও এসেছিলেন শুভেচ্ছা জানাতে। এসেছিলেন একসময়ের তারকা স্ট্রাইকার শেখ মোহাম্মদ আসলাম আর খালেদ আহম্মেদ সালাহউদ্দিন। যার অক্লান্ত প্রচেষ্টায় সাবিনা খাতুন, কৃষ্ণা রানি সরকার, মারিয়া মান্দারা আজ তারকা খ্যাতি পেয়েছেন, নারী ফুটবল পেয়েছে ভিন্ন মাত্রা, একের পর এক সাফল্যের সিড়ি ভাঙছে, সেই কোচ গোলাম রব্বানী ছোটনও প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে সময়ের আলোকে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন। এসেছিলেন নারী দলের সহকারী কোচ মাহবুবুর রহমান লিটু। এক সময়ে সাঁতারের জাতীয় চ্যাম্পিয়ন মাহফুজা রহমান তানিয়াও সময়ের আলোকে ফুলেল শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন।
অস্কারে ইতিহাস গড়ল দক্ষিণ কোরিয়ার ‘প্যারাসাইট’
ইসলামিক ব্যক্তিত্ব : খ্যাতিমান ইসলামী লেখক ও মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন, বিশিষ্ট দাঈ শায়খ আহমাদুল্লাহ, বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের মুফতি এনায়েতুল্লাহ, জহির উদ্দীন বাবর, মুনীরুল ইসলাম, গাজী মুহাম্মদ সানাউল্লাহ রাহমানী, আওয়ার ইসলাম টুয়েন্টিফোরের সম্পাদক মুফতি হুমায়ুন আইয়ুব, লেখক শাঈখ মুহাম্মাদ উছমান গনী, মাসউদুল কাদির, আলী হাসান তৈয়ব, মিরাজ রহমান, ড. মোহাম্মদ ওবায়দুল্লাহ প্রমুখ।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত কারী মাওলানা হাবীবুল্লাহ বেলালী। দোয়া পরিচালনা করেন মাসজিদুত তাকওয়া সোসাইটি ধানমন্ডির খতিব মুফতি সাইফুল ইসলাম।
সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছাঃ
বিক্রমপুর ফাউন্ডেশনের সহ সভাপতি শহিদুর রহমান লাল ও সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদিন, বঙ্গবন্ধু পেশাজীবী লীগের সভাপতি ড. সরকার আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক শেখ জামাল আহমেদ, মুন্সিগঞ্জ জেলা বাস্তবায়ন পরিষদের সভাপতি এম আর খান মিজান, মতলব সমিতি-ঢাকার সহ সভাপতি মনজুর আহমেদ, সাধারণ সম্পাদক দুলাল হোসেন, ফ্রেন্ডস ফোরাম-ধানমন্ডির সভাপতি শাহাবুদ্দিন, দুরন্ত ’৯৭-এর আহবায়ক ইঞ্জিনিয়ার গোলাম রসুল ঢালি।
ছাত্র নেতৃবৃন্দ : ডাকসুর ভিপি নুরুল হক, সমাজসেবা সম্পাদক আকতার হোসেন, ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মেহেদী হাসান রনি, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের হাসান আল মামুন, রাশেদ খান, ফারুক হোসেন প্রমুখ। কিডস চেয়ারম্যান আরিফ রহমান।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা