অনলাইন ডেস্ক
ভিডিও কনফারেন্সের মাধ্যমে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, ‘বর্তমানে সমবায় সমিতির মোট সদস্যের মধ্যে মাত্র ২৩ শতাংশ নারী। এই কার্যক্রমে বেশি করে নারীদের এগিয়ে আসা উচিত।’
দেশ থেকে দারিদ্র্য নির্মূলে বহুমুখী গ্রাম সমবায় সমিতি গড়ে তোলার আহ্বান জানিয়ে সরকার প্রধান বলেন, ‘যদি বহুমুখী গ্রাম সমবায় গড়ে তুলতে পারি, তাহলে দেশে কোনো দারিদ্র্য থাকবে না। এর মাধ্যমে দারিদ্র্য সম্পূর্ণ নির্মূল হবে।’
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাধ্যতামূলক বহুমুখী সমবায়ের কথা বলেছেন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘জাতির পিতা জানতেন, কিভাবে বাংলাদেশের উন্নতি হবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘সরকারের প্রচেষ্টায় সমবায় সমিতি ও সমবায়ীর সংখ্যা দিন দিন বাড়ছে। বর্তমানে সমিতির সংখ্যা ১ লাখ ৯০ হাজার ৫৩৪টি। আর সদস্য সংখ্যা ১ কোটি ১৪ লাখ ৮৩ হাজার ৭৪৭ জনে উন্নীত হয়েছে।’
দেশের সমবায় খাতের উন্নয়নের চিত্র তুলে ধরে অনুষ্ঠানে একটি ভিডিও ডকুমেন্টারিও প্রচারিত হয়। এসময় সমবায় অধিদপ্তর থেকে প্রকাশিত ‘সমবায়ের সাফল্য গাঁথা’ শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।
মঞ্চে উপস্থিত ছিলেন সমবায় অধিদপ্তরের মহাপরিচালক মো. আমিনুল ইসলাম ও বাংলাদেশ ইউনিয়নের সভাপতি শেখ নাদির হোসেন লিপু প্রমুখ।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা